হায়দরাবাদ, 6 ডিসেম্বর: অবশেষে বিচ্ছেদ জল্পনায় ইতি টানলেন ৷ একদিন ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন উঠেছিল, মনে হচ্ছে তার সম্পাতি ঘটাতেই বড় পদক্ষেপ নিলেন বলিউডের পাওয়ার কাপল ৷ এতদিন তাঁদের একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা যাচ্ছিল না, নান কথা ভেসে বেড়াচ্ছিল ৷ এমনকী, অভিষেক বচ্চনের সঙ্গে নামও জড়িয়ে যায় নিমরত কৌরের ৷
কিন্তু সেই সব গুজব এক লহমায় শেষ করে দিলেন জুনিয়র বচ্চন ও বিশ্বসুন্দরী ৷ কয়েকমাস পর ফের একসঙ্গে ধরা দিলেন অভি-অ্যাশ ৷ সোশাল মিডিয়ায় শেয়ার হল সেই ছবিও ৷ যেখানে অভিষেক-ঐশ্বর্যর সঙ্গে দেখা গিয়েছে, অভিনেত্রীর মা বৃন্দা রাইকেও ৷ হাসিখুশি এই ছবি দেখে কে বলবে, তাঁদের মধ্যে কোনও দূরত্ব তৈরি হয়েছে ৷ এক অনুষ্ঠানে দুই তারকাকে সেলফি নিতে দেখা গিয়েছে ৷ হতে পারে জুনিয়র বচ্চনের সঙ্গে মনোমালিন্য দূর হয়েছে ঐশ্বর্যর ৷ আবার এটাও হতে পারে আদৌ কোনও দূরত্ব তৈরি হয়নি ৷ পুরোটাই জল্পনার ডানা ভর করে ঘুরে বেড়াচ্ছিল ৷
তবে যাই হোক, অভি-অ্যাশকে একসঙ্গে দেখে খুশি হয়েছেন অনুরাগীরাও ৷ সকলেই দীর্ঘ সময় পর মিষ্টি কাপলকে একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেছেন ৷জানা গিয়েছে, প্রযোজক অনু রঞ্জনের দেওয়া পার্টিতে একঝাঁক তারকা নিমন্ত্রিত ছিলেন ৷ সেখানেই উপস্থি হন অভিষেক-ঐশ্বর্য ৷ সূত্রের খবর, সারা রাতের এই পার্টিতে একে অপরের সঙ্গ ছাড়েননি তারকা জুটি ৷
আসলে অনন্ত আম্বানি ও রাধিকা আম্বানির বিয়েতে দুজনকে আলাদা আলাদাভাবে দেখতেই একটা জলপ্না শুরু হয়েছিল ৷ তা আরও জোরালো হয়, যখন সামাজিক মাধ্যমে দুই তারকার ছবি আসা বন্ধ হয়ে যায় ৷ এমনকী, বিভিন্ন অনুষ্ঠানেও অভিষেক-ঐশ্বর্যকে একসঙ্গে দেখা যাচ্ছিল না ৷ ফলে জল্পনা ক্রমশ বিশ্বাসে পরিণত হচ্ছিল ৷
কিছুদিন আগেই অমিতাভ বচ্চন নিজের ব্লগে এই গুজব নিয়ে ক্রিপ্টিক পোস্ট করেছিলেন ৷ সেখানে তিনি লিখেছিলেন, "শুধু গুজব আর গুজব ৷ আসল তথ্য জানার কেউ চেষ্টা করে না ৷ শুধু একটা প্রশ্ন চিহ্ন তুলে দেয় ৷" এরপরেই সেই জল্পনা থামেনি ৷ এমনকী, আরাধ্যার জন্মদিনে ঐশ্বর্যর শেয়ার করা ছবিতেও দেখা যায়নি অভিষেককে ৷ অবশেষে কয়েক মাস পর ফের অভি-অ্যাশকে একসঙ্গে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অনুরাগীরা ৷ 2017 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভি-অ্যাশ ৷ 2011 সালে তাঁদের জীবনে মেয়ে আরাধ্যা আসে ৷