পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'তোমাদের রানী' অভীকার স্বপ্নের উড়ান, সিলমোহর প্রযোজকের - ABHIKA MALAKAR HINDI SERIAL

'তোমাদের রানী' অভীকার নতুন জার্নি শুরু হল মুম্বইয়ে ৷ এবার তাঁকে দেখা যাবে হিন্দি ধারাবাহিকে ৷

abhika malakar
অভীকার স্বপ্নের উড়ান (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 21, 2024, 7:44 PM IST

কলকাতা, 21 নভেম্বর: বলিউডে বাড়ছে বাংলার অভিনেতাদের সংখ্যা ৷ সদ্য বলিউডে পা রাখার খবর দিয়েছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। আর এবার অভিকা মালাকার। রোহন বড় পর্দায়। আর অভীকা ছোটপর্দায়। অভীকা অর্থাৎ 'তোমাদের রানী' ধারাবাহিকের রানীর কথাই বলা হচ্ছে। জানা গিয়েছে, সুশান্ত দাসের প্রযোজনায় 'বয়হুড প্রোডাকশন্স'-এর ব্যানারে হিন্দি ধারাবাহিকে পা রাখতে চলেছেন অভীকা।

সামাজিক মাধ্যমে অভীকার হাতে ক্লাপস্টিক-সহ ছবি পোস্ট করেছেন প্রযোজক সুশান্ত দাস। লিখেছেন 'সি ইজ ব্যাক'। সুশান্ত দাসের সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি তা স্বীকার করেন। সুশান্ত দাস বলেন, "প্রোমো শুট হচ্ছে অভীকাকে নিয়েই। অভীকাকে এখানে রাজকোটের মেয়ে হিসেবে দেখানো হবে। আর নায়ক আমেদাবাদের। আমেদাবাদে আমাদের আউটডোর হবে। বাংলাতে যেমন রানীকে বর্ধমানের কুলটির মেয়ে দেখিয়েছিলাম এখানে সে রাজকোটের মেয়ে। তাই কলকাতায় গিয়ে শুটিংয়ের পরিকল্পনা নেই। বড় কোনও দরকারে যেতে পারি।"

সুশান্ত আরও জানান, "মুম্বইতেই শুটিং হবে। অভীকা আপাতত এখানেই চলে এসেছে কাজের জন্য। ওঁর বিপরীতে আছে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা ফারমান হায়দার। আমি এবং আমরা সকলেই খুব আশাবাদী এই ধারাবাহিকটা নিয়ে। প্রোমো শুট হচ্ছে। অনেকটা জার্নি বাকি। সবার শুভেচ্ছা চাই।"

'বয়হুড প্রযোজনা সংস্থা'র ব্যানারে একটি সর্বভারতীয় চ্যানেলে আসছে নতুন এই ধারাবাহিক। বাংলায় এক সময়ের সম্প্রচারিত 'তোমাদের রানী'ই রিমেক হতে চলেছে এই ধারাবাহিক তা সুশান্ত দাসের কথাতেই স্পষ্ট। তবে, ধারাবাহিকের নাম জানা যায়নি এখনও। অন্যান্য চরিত্রে থাকছেন সুচিত্রা খান্না, গোবিন্দ খতরি, জিতেন লালওয়ানি-সহ বলিউডের আরও অনেক অভিনেতা। ইন্ডোর শুটিং হবে ফিল্মিস্তানে।

উল্লেখ্য, বাংলায় এই ধারাবাহিকে দুর্জয় অর্থাৎ অর্কপ্রভ এই মুহূর্তে ব্যস্ত 'দুই শালিক' ধারাবাহিক নিয়ে। কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল অভীকা ফিরছেন 'রাঙামতি তীরন্দাজ'-এর মাধ্যমে নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের বিপরীতে। কিন্তু সেখানে তাঁর জায়গায় এলেন নতুন মুখ মনীষা মণ্ডল। 'রাঙামতি তীরন্দাজ'-এর প্রযোজকও সুশান্ত দাস। বাংলা এবং হিন্দি দুই ক্ষেত্রেই সাফল্যের সঙ্গে ধারাবাহিক পরিবেশন করে আসছে সুশান্ত দাসের দুটি প্রযোজনা সংস্থা 'বয়হুড প্রোডাকশন্স' এবং 'টেন্ট সিনেমা' ৷

ABOUT THE AUTHOR

...view details