মুম্বই, 20 ডিসেম্বর: বলিউডের দুই বড় পরিবার মুখোমুখি ৷ একদিকে শাহেনশার পরিবার অন্যদিকে বাদশার পরিবার ৷ প্রত্যেকেই তাঁর উপস্থিত আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্য ৷ আসলে শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের সঙ্গে অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যার অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল ৷
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন উপস্থিত হয়েছিলেন ধীরুভাই আম্বানি অ্যানুয়াল স্কুলের অনুষ্ঠানে ৷ প্রত্যেক বছরের মতো এই বছরও ইভেন্টে অংশগ্রহণ করে অভি-অ্যাশের মেয়ে আরাধ্যা ৷ অন্যদিকে নজর কাড়ে শাহরুখ-গৌরির ছোট ছেলে আব্রামও ৷ আরাধ্যা-আব্রামের খ্রিস্টমাস থিমড পারফর্ম্যান্স মন জর করে নেয় উপস্থিত দর্শকদের ৷ অনুষ্ঠানের সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ আরাধ্যাকে দেখা গিয়েছে, লাল-সাদা পোশাকে ৷ অন্যদিকে, আব্রামকে দেখা গিয়েছে সাদা সোয়েটারের সঙ্গে লাল রঙের মাফলারে ৷