নয়াদিল্লি, 16 ডিসেম্বর: খুচরো মূল্যস্ফীতির পর, নভেম্বর মাসে পাইকারি মূল্যস্ফীতির হারও কমেছে। পাইকারি মূল্যস্ফীতির হার 2024 সালের নভেম্বরে তিন মাসের সর্বনিম্ন 1.89 শতাংশে নেমে এসেছে, যা চলতি বছরের অক্টোবরে ছিল 2.36 শতাংশ। গত বছর, 2023 সালের নভেম্বরে, পাইকারি মূল্যস্ফীতির হার ছিল 0.39 শতাংশ।
কমেছে খাদ্য মূল্যস্ফীতির হার:
সম্প্রতি বাণিজ্য মন্ত্রক পাইকারি মূল্যভিত্তিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। এই তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে পাইকারি মূল্যস্ফীতির হার নেমে এসেছে 1.89 শতাংশে। খাদ্যমূল্য বৃদ্ধির গতি মন্থর হওয়ায় পাইকারি মূল্যস্ফীতির হার নভেম্বর মাসে কমেছে। নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল 8.92 শতাংশ যা 2024 সালের অক্টোবরে ছিল 11.6 শতাংশ। সবজির মূল্যস্ফীতির হার বেড়েছে 28.57 শতাংশ, যা অক্টোবরে বেড়েছিল 63 শতাংশ হারে। নভেম্বর মাসে শস্যের দাম বেড়েছে 7.81 শতাংশ, যা অক্টোবরে বেড়েছিল 7.9 শতাংশ।