পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

এই ট্যাক্স শুধু মহিলাদেরই দিতে হয়, মোটা টাকা দিয়েও জানেন না অনেকেই - PINK TAX FOR WOMEN

একটি এমন ট্যাক্স রয়েছে যা শুধুমাত্র মহিলাদের কাছ থেকে আদায় করা হয়। অথচ, অধিকাংশ মহিলাই এই বিশেষ কর সম্পর্কে অবগতও নন ৷

What Is the Pink Tax
শুধুমাত্র মহিলাদের উপর কার্যকর এই বিশেষ করকে বলা হয় পিঙ্ক ট্যাক্স (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 12:20 PM IST

কলকাতা, 8 অক্টোবর: আপনি আপনার উপার্জনের উপর কেন্দ্রীয় সরকার কর্তৃক কাটা আয়কর সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আপনি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আয়কর বাঁচাতে পারেন ৷ যদি অতিরিক্ত ট্যাক্স কাটা হয় তবে, আপনি আইটিআর ফাইল করে তার রিটার্ন পেতে পারেন। কিন্তু, সেখানেও একটি এমন কর রয়েছে যা শুধুমাত্র মহিলাদের কাছ থেকে আদায় করা হয়। এর মাধ্যমে অত্যন্ত গোপনে মহিলাদের পকেট খালি হয়ে যায় ৷ অথচ, অধিকাংশ মহিলাই এই বিশেষ কর সম্পর্কে অবগতও নন ৷

এই কর অবশ্য ফেরতের কোনও বিধানও নেই। শুধুমাত্র মহিলাদের উপর কার্যকর এই বিশেষ করকে বলা হয় পিঙ্ক ট্যাক্স। যাইহোক, প্রকৃত অর্থে এটি কেন্দ্রীয় সরকার কর্তৃক আদায় করা কোনও সরকারি কর নয়। এসব কর বিভিন্ন কোম্পানি আদায় করে মহিলাদের নানা প্রয়োজনীয় সামগ্রির মাধ্যমে । চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক...

পিঙ্ক ট্যাক্স কী?

পিঙ্ক ট্যাক্স কোনও সাধারণ কর নয়। এই কর লিঙ্গ অনুযায়ী সংগ্রহ করা হয় এবং শুধুমাত্র ভারতে নয়, সারা বিশ্বে মহিলাদের উপর এই বিশেষ কর আরোপ করা হয়। বিশেষ করে যখন কোনও একটি পণ্য মহিলাদের জন্যই ডিজাইন করা হয়। সহজ কথায়, এটি একটি অদৃশ্য মূল্য যা মহিলারা তাদের পণ্য এবং পরিষেবাগুলির জন্য দিয়ে থাকেন।

কীভাবে এই ট্যাক্স আদায় করা হয়?

যে পণ্যগুলি বিশেষ ভাবে মহিলাদের জন্য তৈরি করা হয় যেমন, মেক-আপ আইটেম, নেইল পেইন্ট, লিপস্টিক, কৃত্রিম গয়না, স্যানিটারি প্যাড ইত্যাদি, সেগুলির উপর এই পিঙ্ক ট্যাক্স চাপানো হয়। এই সমস্ত জিনিসগুলির দাম খুব বেশি। এর জন্য উৎপাদন খরচ ও বিপণন খরচ মিলিয়েও তার উপর প্রায় তিনগুণ বেশি দাম গুনতে হচ্ছে মহিলাদের। এ ছাড়া, নারী-পুরুষ উভয়েই যে সব পণ্য ব্যবহার করে যেমন পারফিউম, কলম, ব্যাগ, চুলের তেল, ক্ষুর বা ব্লেড ও কাপড় ইত্যাদি। এই পণ্যগুলি একই কোম্পানির হওয়া সত্ত্বেও, নারী-পুরুষের প্রকারভেদে তাদের দামও আলাদা। এই সব পণ্যগুলির জন্যও পুরুষদের তুলনায় মহিলাদের বেশি দাম দিতে হয়। সেলুনে চুল কাটা হলেও পুরুষদের তুলনায় মহিলাদের অনেক বেশি দাম দিতে হয়।

কেন মহিলাদের কাছ থেকে এই কর আদায় করা হয়?

আমরা যদি পিঙ্ক ট্যাক্স সংগ্রহের পিছনে বাজারের কৌশল দেখি, কোম্পানিগুলি খুব ভাল করেই জানে যে মহিলারা তাদের সৌন্দর্য সম্পর্কে খুব সচেতন। তারা পুরুষদের তুলনায় বেশি ধরনের ব্যক্তিগত যত্নের জন্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করেন। মহিলারা যদি কোনও জিনিস পছন্দ করেন, তবে তারা দামের বিচার না করেই কিনে থাকেন। কোম্পানিগুলি এরই সুযোগ নেয় এবং চমৎকার বিপণন এবং প্যাকেজিং দিয়ে মহিলাদের আকৃষ্ট করে। বর্তমানে পিঙ্ক ট্যাক্স এমন একটি কর হয়ে উঠেছে যা এড়ানো খুব কঠিন। পিঙ্ক ট্যাক্সের মাধ্যমে কোম্পানিগুলি তাদের আয় বহুগুণ বাড়িয়েছে। বর্তমানে সরকার কর্তৃক গোলাপী ট্যাক্স সংক্রান্ত কোনও নিয়ম নেই ৷ তাই সরকার এ বিষয়ে কিছু করতেও পারে না।

আরও পড়ুন
আজ থেকে পরিবর্তিত হল PPF অ্যাকাউন্টের নিয়ম, নতুন সুদের হার কত ?
কেন্দ্রীয় প্রকল্পের আওতায় পাবেন মাসে 5000 টাকা ! রেজিস্ট্রেশন শুরু 12 অক্টোবর থেকে

ABOUT THE AUTHOR

...view details