নয়াদিল্লি, 17 জুলাই: আসন্ন কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে সক্রিয়ভাবে সহায়তা করে এমন ব্যবস্থা চালু করার জন্য কেন্দ্রের উপর চাপ বাড়ছে । প্রাপ্ত পরামর্শগুলির মধ্যে কর্পোরেশনগুলিকে শুধু চাকরি তৈরিতে উৎসাহিত করার জন্যই নয়, যে ক্ষেত্রগুলিতে চাকরির সুযোগের সবচেয়ে বেশি প্রয়োজন, তার বাস্তবায়নেও বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে ৷
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) কর্মসংস্থান এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে সুপারিশ করেছে । এটি খেলনা, টেক্সটাইল এবং পোশাক, আসবাবপত্র, পর্যটন, লজিস্টিকস, খুচরা ব্যবসা, এবং মিডিয়া ও বিনোদনের মতো উল্লেখযোগ্য সম্ভাবনাময় বৃদ্ধি এবং কর্মসংস্থানের ক্ষেত্রগুলিকে লক্ষ্য করে এমপ্লয়মেন্ট লিংকড ইনসেন্টিভ স্কিম চালু করার প্রস্তাব করেছে ।
সিআইআই সরাসরি চাকরি সৃষ্টিতে উৎসাহ দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছে ৷ এক্ষেত্রে বিশেষ করে নারী কর্মীদের জন্য উচ্চতর উৎসাহ প্রদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে । তাছাড়া শিল্পগুলি আয়কর আইনের ধারা 80 জেজেএএ-তে সংশোধনেরও আহ্বান জানিয়েছে, যা যোগ্য ব্যবসাগুলিকে অতিরিক্ত কর্মীদের খরচ বাদ দেওয়ার দাবি করার অনুমতি দেয় ৷ সিআইআই বর্তমান 25,000 টাকা থেকে ভাতার সীমা বাড়ানোর পরামর্শ দিয়েছে ।