পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

দেশে 120টি নতুন বিমানবন্দর তৈরি করবে কেন্দ্র, UDAN প্রকল্প নিয়ে ঘোষণা বাজেটে - UNION BUDGET 2025

দেশের 120টি জায়গায় UDAN প্রকল্পের বাস্তবায়নের কথা বলেন অর্থমন্ত্রী। এই প্রকল্পের অধীনে, আগামী 10 বছরে 120টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে।

Union Budget 2025
UDAN প্রকল্পের অধীনে, আগামী 10 বছরে 120টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2025, 3:58 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় বাজেট পেশ করেছেন। অর্থমন্ত্রী সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় বলেন, সরকার সবার জন্য উন্নয়নের উপর জোর দিয়েছে। দেশের 120টি জায়গায় UDAN প্রকল্পের বাস্তবায়নের কথা বলেন অর্থমন্ত্রী। এর লক্ষ্য হল, UDAN প্রকল্পের মাধ্যমে 4 কোটি নতুন যাত্রীকে বিমান পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে বিহারে তিনটি নতুন গ্রিন ফিল্ড বিমানবন্দর চালু হবে। এর পাশাপাশি, পটনা বিমানবন্দরের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ছোট ছোট বিমানবন্দর ও হেলিপ্যাড নির্মাণ করা হবে।

UDAN প্রকল্পের অধীনে, আগামী 10 বছরে 120টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। এই প্রকল্পটি পার্বত্য এবং উত্তর-পূর্ব আঞ্চলিক জেলাগুলিতে হেলিপ্যাড এবং ছোট বিমানবন্দরগুলির চেহারা বদলে দেবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আগামী সপ্তাহে একটি নতুন আয়কর বিল আনা হবে।

2016 সালে UDAN প্রকল্পের সূচনা:

দেশের সাধারণ নাগরিক এবং ছোট শহরগুলিতে বিমান পরিষেবা দেওয়ার জন্য মোদি সরকার 2016 সালে উড়ান প্রকল্প শুরু করেছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হল, দেশের বিভিন্ন কোণে, বিশেষ করে সেই সমস্ত এলাকায় যেখানে রেল, সড়ক এবং অন্যান্য পরিবহণের ঘাটতি রয়েছে, সেখানে বিমান যোগাযোগ সুলভ করা।

প্রধানমন্ত্রী মোদি জানান, তিনি চটি পরা লোকদের ফ্লাইটে উঠতে দেখতে চান। 15 জুন 2016-এ এই প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। 2017-এর 27 এপ্রিল, তিনি দিল্লি এবং সিমলার মধ্যে প্রথম ডোমেস্টিক ফ্লাইটের সূচনা করেন।

সরকার মহিলা উদ্যোক্তাদের 2 কোটি টাকা দেবে:

অর্থমন্ত্রী জানিয়েছেন যে, সরকার প্রথমবার ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য 5 লক্ষ মহিলা, তফসিলি জাতি এবং উপজাতির উদ্যোক্তাদের 2 কোটি টাকা ঋণ দেওয়া শুরু করবে। তিনি জানান, 50টি পর্যটন স্থান নতুন করে গড়ে তোলার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন
মধ্যবিত্তদের স্বস্তি! 12 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর
আসন বাড়বে আইআইটিতে, সরকারি স্কুলে ইন্টারনেট ! শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা বাজেটে
50 পর্যটন কেন্দ্রে নজর নির্মলার, কোন রাজ্যগুলি পাবে বিশেষ সুবিধা ?

ABOUT THE AUTHOR

...view details