নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় বাজেট পেশ করেছেন। অর্থমন্ত্রী সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় বলেন, সরকার সবার জন্য উন্নয়নের উপর জোর দিয়েছে। দেশের 120টি জায়গায় UDAN প্রকল্পের বাস্তবায়নের কথা বলেন অর্থমন্ত্রী। এর লক্ষ্য হল, UDAN প্রকল্পের মাধ্যমে 4 কোটি নতুন যাত্রীকে বিমান পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে বিহারে তিনটি নতুন গ্রিন ফিল্ড বিমানবন্দর চালু হবে। এর পাশাপাশি, পটনা বিমানবন্দরের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ছোট ছোট বিমানবন্দর ও হেলিপ্যাড নির্মাণ করা হবে।
UDAN প্রকল্পের অধীনে, আগামী 10 বছরে 120টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। এই প্রকল্পটি পার্বত্য এবং উত্তর-পূর্ব আঞ্চলিক জেলাগুলিতে হেলিপ্যাড এবং ছোট বিমানবন্দরগুলির চেহারা বদলে দেবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আগামী সপ্তাহে একটি নতুন আয়কর বিল আনা হবে।
2016 সালে UDAN প্রকল্পের সূচনা: