পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

সস্তা বৈদ্যুতিক গাড়ি! ব্যাটারি উৎপাদন বৃদ্ধিতে বড় ঘোষণা অর্থমন্ত্রীর - UNION BUDGET 2025

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বাজেটে লিথিয়াম ব্যাটারি উৎপাদন ও সংশ্লিষ্ট শিল্পের উন্নয়নে একাধিক বিষয়ে ছাড় ঘোষণা করেছেন ।

union budget 2025
কেন্দ্রীয় সরকার ব্যাটারি থেকে মৌলিক শুল্ক সরিয়ে দিয়েছে (ছবি ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2025, 5:07 PM IST

হায়দরাবাদ:বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহ জোগাতে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে বিভিন্ন স্কিমের ৷ এবার 2025-26 -এর বাজেটেও বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ৷ কেন্দ্রীয় বাজেট 2025-26-এ লিথিয়াম ব্যাটারি এবং সংশ্লিষ্ট শিল্পে উত্পাদন বাড়াতে উল্লেখযোগ্য হারে কর ছাড় ঘোষণা করেছেন । কেন্দ্রীয় সরকারের লক্ষ্য স্থানীয় উৎপাদন বাড়ানো, আমদানির উপর নির্ভরতা কমানো এবং বৈদ্যুতিক গাড়ি (EV) এবং ইলেকট্রনিক্স দ্রব্যকে আরও সাশ্রয়ী করা ।

এই বাজেটে, কেন্দ্রীয় সরকার কোবাল্ট, লিথিয়াম-আয়ন ব্যাটারি স্ক্র্যাপ, সীসা, দস্তা এবং অন্যান্য 12টি গুরুত্বপূর্ণ খনিজগুলির মতো প্রয়োজনীয় পণ্যে বেসিক কাস্টম শুল্ক (BCD) তুলে নিয়েছে । এই উপকরণগুলি ব্যাটারি, সেমিকন্ডাক্টর এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ব্যবহার করা হয় ৷

অ্যাডভেঞ্চার সিরিজে আপডেটেড মডেল লঞ্চ KTM-এর

বেসিক কাস্টম শুল্ক উঠে যাওয়ায় এই শিল্পে খরচ আগের থেকে কমবে ৷ ফলে EV (ইলেকট্রিক ভেহিক্যাল), ক্লিন এনার্জি এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং দ্রব্যের । এছাড়াও, ইভি-র ব্যাটারি উত্পাদনে ব্যবহৃত 35টি অতিরিক্ত উপাদান এবং মোবাইল ফোনের ব্যাটারি উত্পাদনে ব্যবহৃত 28টি উপাদানকে শুল্ক মুক্ত করা হয়েছে ।

এর ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলির উৎপাদন খরচ কমবে ৷ অতিরিক্ত ছাড় ছাড়াই ব্যাটারি উৎপাদনের জন্য প্রয়োজনীয় মেশিন এবং যন্ত্রপাতি আমদানি করতে পারবে । দেশীয় ব্যাটারি উৎপাদন বাড়ানো, আমদানির উপর নির্ভরতা কমানো এবং টাটা মোটরস, ওলা ইলেকট্রিক এবং রিলায়েন্সের মতো বৈদ্যুতিক যানবাহন নির্মাতাদের উৎসাহ করা ৷ ভারতে ব্যবসা সম্প্রসারণে সাহায্য করা ।

কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের ফলে, ইভি বা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি আরও সস্তা হবে বলে আশা করা হচ্ছে ৷ যা বৈদ্যুতিক গাড়িগুলিকে আরও সাশ্রয়ী করে তুলবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে উৎপাদন খরচও কমবে, যা দেশীয় উৎপাদনকে উৎসাহিত করবে ৷ চিন এবং অন্যান্য দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে দেবে ৷

পালসার সিরিজে নতুন সংযোজন, এবার সিঙ্গেলসিটার ভ্যারিয়েন্টে মিলবে

ABOUT THE AUTHOR

...view details