কলকাতা, 24 জুলাই:কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে দেশের আয়করদাতাদের একটি বড় উপহার দিয়েছেন৷ বিশেষ করে যাঁরা নতুন আয়কর ব্যবস্থা বেছে নিয়েছেন৷ যাঁদের বার্ষিক আয় 7 লক্ষ টাকা পর্যন্ত, তাদের কোনও রকম আয়কর দিতে হবে না৷ এই বাজেটে নতুন কর পরিকাঠামোয় ট্যাক্স স্ল্যাবে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে, যা আয়করদাতাদের আগের বারের চেয়ে আরও কিছুটা স্বস্তি দিতে যাচ্ছে৷
যাঁদের বার্ষিক আয় ৩-৭ লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা কী পেলেন এই বাজেটে?
পুরনো কর ব্যবস্থার অধীনে (Old Tax Regime), 0-3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনও কর দিতে হবে না৷ কিন্তু 3-6 লক্ষ টাকা আয়ের উপর 5 শতাংশ হারে 15,000 টাকা কর দেওয়া হচ্ছে এবং 6-9 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর 10 শতাংশ কর ধার্য করা হয়েছিল৷ বাজেটে ট্যাক্স স্ল্যাব পরিবর্তন করা হয়েছে৷ এখন 3-7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর 5 শতাংশ কর দিতে হবে৷ তার মানে, পুরনো কর ব্যবস্থার অধীনে, যাদের আয় 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়, তাদের এখন 20,000 টাকা ট্যাক্স বহন করতে হবে যা আগে ছিল 25,000 টাকা৷ যদিও, নতুন কর ব্যবস্থার অধীনে (New Tax Regime) যাঁদের বার্ষিক আয় 7 লক্ষ টাকা তাদের কোনও আয়কর দিতে হবে না৷ কারণ, কেন্দ্রীয় সরকার আয়কর আইনের 87এ ধারায় 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড় দেয়৷ এর উপরে, বেতনভোগী পেশাদারদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বা বাড়তি কর ছাড়ের সুযোগ রয়েছে, যার সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে এবারের বাজেটে 75,000 টাকা করা হয়েছে৷
বার্ষিক 9 লক্ষ টাকা আয়কারীরা কতটা স্বস্তি পাচ্ছেন?