হায়দরাবাদ, 28 মে: জাগুয়ারের ল্যান্ড রোভারের প্রতি গাড়িপ্রেমীদের আলাদা দূর্বলতা যে উচ্চ মাত্রায়, তা বলার অপেক্ষা রাখে না ৷ ব্রিটেনে তৈরি এই দুই গাড়ির চাহিদা কোনও অংশে কমেনি ৷ বিলাসবহুল এই দুই গাড়ি সামাজের বিত্তবান শ্রেণির 'স্ট্যাটাস সিম্বল' ৷ সাধারণত, টাটা মোটর্স-এর উদ্যোগে এবার ভারতে তৈরি হচ্ছে এই মডেল ৷ 54 বছরের ইতিহাসে এই প্রথম লন্ডনের বাইরে তৈরি হচ্ছে এই গাড়ির বিশেষ দু’টি মডেল ৷ এতদিন পর্যন্ত লন্ডনের সোলিহুল প্ল্য়ান্টে জাগুয়ার ল্যান্ডরোভার তৈরি হতো ৷ এই তৈরি গাড়িগুলি বিশ্বের 121টি বাজারে রফতানি করা হতো, যার মধ্যে একটি দেশ ভারত ৷
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানানো হয়েছে, বিখ্যাত এই ব্রিটিশ ব্র্যান্ডের গাড়ি দু’টি মডেলের নির্দিষ্ট ক্রেতা আছে, যাঁরা সাধারণত ব্রিটেনের বাইরে থাকেন ৷ সেই সমস্ত ক্রেতাদের বেশি দামে এই গাড়ি কিনতে হতো ৷ সেই তালিকায় ছিল ভারতও ৷ এবার ভারতে এই গাড়ি তৈরি হওয়ায় দাম কমবে, যা দেশের অনেক ক্রেতাদেরই আগ্রহী করে তুলবে ৷ দেশের মধ্যে তৈরি হাওয়ায় উৎপাদন খরচও এক ধাক্কায় 18-22 শতাংশ কমে যাবে এই দুই বিশেষ মডেলের ৷