হায়দরাবাদ, 4 জুন:কারও পৌষ মাস, তো কারও সর্বনাশ! লোকসভা ভোটের ফলাফল এখন শুধু সময়ের অপেক্ষা ৷ তবে ফলাফলে শেষ হাসি গেরুয়া শিবির হাসবে নাকি ইন্ডিয়া জোট, তার জল মাপছেন দালাল স্ট্রিটের শেয়ারকারবারীরা ৷ এর জেরে ভারতীয় শেয়ারবাজারে আজ বড়সড় ধস নেমেছে ৷ দুপুর সাড়ে 12টা পর্যন্ত লেনদেনে প্রায় 6000 পয়েন্ট বা প্রায় 8 শতাংশ পড়েছে বিএসই সেনসেক্সের সূচক ! উল্লেখিত সময়ের মধ্যে নিফটি সূচক পড়েছে প্রা 1800 পয়েন্ট বা প্রায় 8 শতাংশ ৷ বাজারের এই ধসে মঙ্গলবার শেয়ারকারবারীদের ক্ষতি হয়েছে প্রায় 31 লক্ষ কোটি টাকার ৷ কিন্তু এটাই নাকি দেশের সাধারণ মানুষের জন্য এসআইপি বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য সেরা সময় ৷ এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ ৷
- বিনিয়োগের সঠিক সময় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি:
আমরা সাধারণত এসআইপি করে থাকি মিউচ্যুয়াল ফান্ডে ৷ যে কোনও দীর্ঘমেয়াদী লক্ষ্যপূরণে, ভবিষ্যতের জন্য সঞ্চয় বৃদ্ধিতে, জীবনের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করার জন্য প্রতি মাসের একটি নির্দিষ্টি তারিখে কোনও মিউচ্যুয়াল ফান্ডে নিয়মিত বিনিয়োগ করার পদ্ধতিকেই সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি বলে ৷
অভিজ্ঞ মিউচ্যুয়াল ফান্ড ডিসট্রিবিউটর সৈকত মিত্র বলেন, “একথা আমরা অনেকেই জানি যে, সঞ্চয় বৃদ্ধিতে মিউচ্যুয়াল ফান্ড এসআইপি সবচেয়ে সহায়ক হতে পারে ৷ কিন্তু, কখন মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করা সবচেয়ে লাভজনক হতে পারে, এই ধারণা আমাদের অনেকেরই নেই ৷ তাই বিনিয়োগের সঠিক সময় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি ৷”
- কখন মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন?
সৈকত মিত্র বলেন, “বাজারের নেট অ্যাসেট ভ্যালু বা NAV কমলে মিউচ্যুয়াল ফান্ডে বেশি ইউনিট জমা হয় ৷ যখন শেয়ারবাজারে স্টকের দাম বাড়ে, তখন বাজারের নেট অ্যাসেট ভ্যালুও বাড়ে ৷ ফলে তখন মিউচ্যুয়াল ফান্ডে আমরা কম ইউনিট পাই ৷ আর যখন ন্যাভ কমে বা শেয়ারবাজারে ধস নামে বা ক্ষতি হয়, তখন আমরা বেশি ইউনিট পাই ৷ অর্থাৎ, শেয়ারবাজারের দুই সূচকের পতন হলে, শেয়ারের দর পড়লে মিউচ্যুয়াল ফান্ডে আমরা বেশি ইউনিট পাই ৷ আরও সহজ করে বলতে গেলে, বাজারের টালমাটাল পরিস্থিতিতে, শেয়ারকারবারীদের খারাপ সময়ে যাঁরা মিচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন, তাঁরা অনেক বেশি ইউনিট সংগ্রহ করতে পারবেন যা পরবর্তীতে বাজারের নেট অ্যাসেট ভ্যালু বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের তহবিলের মুনাফা বাড়িয়ে তাঁদের সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করে ।”
অভিজ্ঞ মিউচ্যুয়াল ফান্ড ডিসট্রিবিউটর জানান, আমরা যাঁরা দীর্ঘমেয়াদে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করছি, তাঁদের শেয়ারবাজারের উত্থান-পতনে ভয় পাওয়া একেবারেই উচিত নয় ৷ বরং, এই সময় আমরা আমাদের হাতে থাকা বা চালু থাকা এসআইপিতে নির্ভয়ে বিনিয়োগ করতে পারি । তিনি বলেন, “আজ শেয়ারকারবারীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে মিউচ্যুয়াল ফান্ড এসআইপিতে বিনিয়োগ করা সবচেয়ে লাভজনক হতে পারে ৷ কারণ, আজকের ধসে শেয়ারবাজারের নেট অ্যাসেট ভ্যালু কমবে ৷ ফলে মিউচ্যুয়াল ফান্ডে আমরা বেশি ইউনিট পাব ৷ অর্থাৎ, আজকের পরিস্থিতি মিউচ্যুয়াল ফান্ড এসআইপিতে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে লাভজনক হবে ৷”