নয়াদিল্লি, 16 ডিসেম্বর: চলতি বছরের নভেম্বর মাসে ভারতে স্মার্টফোন রফতানি রেকর্ড বৃদ্ধি পেয়েছে, যা প্রথমবার এক মাসে 20,000 কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। স্মার্টফোন রফতানিতে সর্বোচ্চ বৃদ্ধি দেখা গিয়েছে অ্যাপলের। স্মার্টফোন বাজারের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোন রফতানি 20,300 কোটি টাকা অতিক্রম করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 90 শতাংশের বেশি। গত মাসে অ্যাপল স্মার্টফোন রফতানিতে শীর্ষে ছিল, তার পরেই এই তালিকায় রয়েছে স্যামসাং।
গত বছরের নভেম্বরে দেশ থেকে স্মার্টফোন রফতানি হয়েছে 10,600 কোটি টাকারও বেশি। দেশের স্মার্টফোন বাজার 2024 সালের মধ্যে একক-অঙ্কের বার্ষিক বৃদ্ধির মুখ দেখবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে, কেন্দ্র সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) প্রকল্পের সঙ্গে, দেশে অ্যাপলের আইফোন উৎপাদন 2025 অর্থবর্ষের (FY2025) সাত মাসে (এপ্রিল-অক্টোবর) 10 বিলিয়ন ডলারে পৌঁছাবে, যার রফতানি 7 বিলিয়ন ডলার মূল্যের।
2024 অর্থবর্ষের (FY2024) সালে, টেক জায়ান্ট অ্যাপল ভারতে 14 বিলিয়ন ডলার মূল্যের আইফোন তৈরি/অ্যাসেম্বল করেছে এবং 10 বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আইফোন রফতানি করেছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, এটি 7 মাসে স্মার্টফোনের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের জন্য আরেকটি রেকর্ড।
কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি পোস্টে লিখেছেন যে অ্যাপল 10 বিলিয়ন ডলারের আইফোন তৈরি করেছে এবং 7 বিলিয়ন ডলার রফতানি করেছে। এই 7 মাসে ভারত থেকে মোট স্মার্টফোন রফতানি 10.6 বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রিমিয়াম, 5G এবং AI স্মার্টফোনের ব্যাপক চাহিদার কারণে ভারতের স্মার্টফোনের বাজার 7-8 শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আগামী দিনেও ভারতের মোবাইল হ্যান্ডসেটের বাজার ক্রমাগত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোবাইল ফোনের উৎপাদন 2014-15 সালে 18,900 কোটি টাকা থেকে 2024 অর্থবর্ষের (FY2024) আনুমানিক 4.10 লক্ষ কোটি টাকায় উন্নীত হবে বলে আশা করা হচ্ছে ৷ অর্থাৎ, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের কারণে দেশে ফোনের উৎপাদন 2,000 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷