মুম্বই, 8 অগস্ট: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার বলেন, "টপ-আপ হাউজিং লোনের পরিমাণ বৃদ্ধি সামগ্রিক ঋণ ব্যবস্থার সমস্যা নয় ৷ এই সমস্যা কয়েকটি সংস্থার মধ্যে সীমাবদ্ধ।"
দ্বিতীয়-ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনার বৈঠক শেষের ঘোষণার পর সংবাদ মাধ্যমকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, "হাউজিং লোনের টপ-আপের ক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নির্দিষ্ট কতগুলি সংস্থা মেনে চলছে না ৷ তবে, এটি গৃহঋণ ব্যবস্থার সামগ্রিক স্তরের সমস্যা নয়।" তিনি জানান, এই ধরনের ঘটনাগুলি পর্যালোচনা করে দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে । ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলি (NBFC) সোনার ঋণের মতো অন্যান্য ঋণেও ঋণগ্রহিতাদের টপ-আপ দিচ্ছে ।
আরবিআই গভর্নর বলেন, "এই ধরনের প্রচেষ্টাগুলি অনুৎপাদনশীল বিভাগে বা অনুমানমূলক উদ্দেশ্যে ঋণকৃত তহবিল তৈরির দিকে পরিচালিত করতে পারে ৷ তাই ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলিকে (NBFC) এই ধরনের প্রচেষ্টাগুলি পর্যালোচনা এবং প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হবে ৷" তাঁর পরামর্শ, ব্যাঙ্কগুলির উচিত এলটিভি-এর অনুপাত, ঝুঁকির ওজন এবং টপ-আপের ক্ষেত্রে তহবিলের শেষ ব্যবহার পর্যবেক্ষণ সম্পর্কিত নিয়ন্ত্রক প্রেসক্রিপশনগুলি মেনে চলা। এলটিভি অনুপাত হল, একটি একক যা ঋণদাতারা ঋণের পরিমাণকে ঋণের সঙ্গে কেনা সম্পদের মূল্যের সঙ্গে তুলনা করতে ব্যবহার করা হয় ৷
আরবিআই গভর্নর জানান, মুদ্রাস্ফীতির হারে হ্রাসের গতি অসম এবং ধীর । তিনি আশঙ্কা প্রকাশ করেন, ঋণ এবং আমানত বৃদ্ধির মধ্যে ফারাক সম্পদের দায় বা নগদ অর্থের ব্যবস্থাপনায় সমস্যা তৈরি করতে পারে । তিনি জানান, এটি ব্যাঙ্কিং ব্যবস্থাকে নগদ অর্থের পরিকাঠামোগত সমস্যায় ফেলতে পারে । তিনি ব্যাঙ্কগুলিকে তাদের ব্যাপ্ত শাখা নেটওয়ার্কের মাধ্যমে আমানত সংগ্রহের আহ্বান জানান ।
প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক এই নিয়ে পরপর নবমবার রেপো রেট অপরিবর্তিত রেখেছে ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি (MPC) এবারেও রেপো রেট 6.50 শতাংশে অপরিবর্তিত রেখেছে । এর ফলে আপাতত ঋণের মাসিক কিস্তির পরিমাণে কোনও পরিবর্তন হচ্ছে না ৷