হায়দরাবাদ, 19 এপ্রিল: বয়স মাত্র পাঁচ মাস ৷ এই বয়সেই 240 কোটি টাকার মালিক ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির নাতি ৷ এবার আরও 4.2 কোটি টাকা পেতে চলেছে সে । আক তাই বেবি বিলিনিয়ারের তকমা দিয়েছে ব্যবসায়িক-মহল ৷ ইনফোসিসের বোর্ড গত আর্থিক বছরে ইক্যুইটি শেয়ার প্রতি 20 টাকা চূড়ান্ত লভ্যাংশ এবং 8 টাকা বিশেষ লভ্যাংশের সুপারিশ করেছে ৷ লভ্যাংশটি 1 জুলাই দেওয়া হবে ৷ গত মাসের রেগুলাটরি ফাইলিং অনুসারে, নারায়ণ মূর্তি তাঁর নাতিকে 240 কোটি টাকারও বেশি মূল্যের 15 লক্ষ বা 0.04 শতাংশ ইনফোসিস শেয়ার উপহার দিয়েছেন । 28 টাকার মোট লভ্যাংশের সঙ্গে একগ্রহ মূর্তি এখন 4.2 কোটি টাকা আরও পাবে ৷
77 বছর বয়সি ইনফোসিসের প্রতিষ্ঠাতা একটি অফ-মার্কেট লেনদেনে তাঁর নাতিকে শেয়ার উপহার দিয়েছিলেন । এর সঙ্গে কোম্পানিতে নারায়ণ মূর্তির হোল্ডিং 0.36 শতাংশ কমেছে । গত বছরে দাদু ঠাকুমা হন নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী ও রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি ৷ 10 নভেম্বর বেঙ্গালুরুতে তাঁদের ছেলে রোহন মূর্তি এবং বউমা অপর্ণা কৃষ্ণানের কোল আলো করে আসে একগ্রহ ৷ একগ্রহ নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির তৃতীয় নাতি । নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির আরও দুই নাতনি আছে, তারা হল কৃষ্ণা এবং অনুষ্কা সুনাক ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং অক্ষতা মূর্তির কন্যা । ইনফোসিসের মালিকানায় ডিসেম্বর ত্রৈমাসিকের শেষ পর্যন্ত অক্ষতার 1.05 শতাংশ, সুধা 0.93 শতাংশ এবং রোহনের 1.64 শতাংশ শেয়ার রয়েছে ।