পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

ভারতে ইউনিকর্ন স্টার্টআপের সংখ্যা 67টি, দেশজুড়ে 109টি সংস্থা আছে - Unicorn Startups out of India - UNICORN STARTUPS OUT OF INDIA

HURUN RESEARCH INSTITUTE : হুরুন রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে, ভারত 67টি ইউনিকর্ন নিয়ে বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে ৷ যার নেতৃত্বে অন-ডিমান্ড ডেলিভারি স্টার্ট-আপ সুইগি এবং ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম 11 প্রতিটির মূল্য 8 বিলিয়ন মার্কিন ডলার (প্রতিটি) এবং রেজারপে 7.5 বিলিয়ন মার্কিন ডলার।

HURUN RESEARCH INSTITUTE
ভারতে ইউনিকর্ন স্টার্টআপের সংখ্যা 67টি

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 7:06 PM IST

হায়দরাবাদ, 10 এপ্রিল:হুরুন রিসার্চ ইনস্টিটিউট প্রকাশ করল 2024-এর গ্লোবাল ইউনিকর্ন রিপোর্ট ৷ সেই রিপোর্ট অনুয়ায়ী 2000 সাল পর্যন্ত ভারতের বাইরে যৌথ উদ্যোগে 109টি ইউনিকর্ন সংস্থা খোলা হয়েছে ৷ দেশের মধ্যে আছে 67টি ইউনিকর্ন সংস্থা ৷ হুরুন রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে, ভারত 67টি ইউনিকর্ন সংস্থা নিয়ে বিশ্বব্যাপী তৃতীয় স্থানে আছে ৷ সেই তালিকায় ছিল অন-ডিমান্ড ডেলিভারি স্টার্ট-আপ সুইগি, ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম 11 ৷ এই দু’টি সংস্থার মূল্য বা মোট সম্পত্তির পরিমাণ 8 বিলিয়ন মার্কিন ডলার ৷ এছাড়াও রেজরপে নামক সংস্থার মূূল্য 7.5 বিলিয়ন মার্কিন ডলার ৷

ইউনিকর্ন সংস্থা হিসাবে স্টার্টআপ সংস্থাগুলিকে ধরা হয় ৷ বলা যায় যেসমস্ত স্টার্টআপ সংস্থার মূল্য 1 বিলিয়ন মার্কিন ডলার বা তার থেকে বেশি সেগুলি ইউনিকর্ন স্টার্টআপ সংস্থা হিসেবে পরিচিত ৷

হুরুন রিপোর্ট অনুসারে ভারতীয় বিনিয়োগকারীরা দেশের তুলনায় বিদেশি বেশি স্টার্টআপ ব্যবসায় বিনিয়োগ করছে ৷ এই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ভ্যলু 1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি হওয়ায় সেগুলি ইউনিকর্ন স্টার্টআপ নামে পরিচিত ৷ এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে 109টি ইউনিকর্ন স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা ভারতীয় হলেও সেগুলি বিদেশে ৷ যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে 95টি, লন্ডনে আছে 4টি, 3টি সিঙ্গাপুর, 2টি জার্মানিতে অবস্থিত ৷ ভারতে মাত্র 67টি ইউনিকর্ন স্টার্টআপ আছে ৷

বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য পছন্দের তালিকায় প্রথম ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন ৷ এরপরই ছিল লন্ডন, প্যারিস ও বার্লিন ৷ ভারতের মধ্যে বেঙ্গালুরু বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় আছে ৷ এই সমস্ত ইউনিকর্ন স্টার্টআপগুলিতে দায়িত্বে আছে টাইগার গ্লেবাল, সফটব্যাংক ও হংশানের মতো সংস্থা স্ট্রাটেজিক ইনভেস্টমেন্ট সংস্থা ৷ যারা স্টার্ট আপ সংস্থার আর্থিক ও ম্যানেজমেন্টের তত্বাবধান করেন ৷

হুরুন রিপোর্ট প্রকাশিত তথ্য অনুযায়ী, 2024 সাল থেকে এই ইউনিকর্ন বিনিয়োগে মন্দা দেখা দিয়েছে ৷ বিশেষ করে 2021 সালে থেকে বিনিয়োগকারীদের বিনিয়োগে অনীহা দেখা দিয়েছে ভারতের ক্ষেত্রে । যার অন্যতম কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং যুক্তরাজ্যের রেকর্ড-ব্রেকিং স্টক মার্কেটগুলি থেকে লাভের পরও তাদের আইপিও শেয়ার করেনি ৷ অর্থাৎ এই নির্দিষ্ট শেয়ারগুলি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি ৷ তবে বিশ্বজুড়ে ইউনিকর্ন স্টার্টআপ সংস্থার যে তালিকা প্রকাশ হয়েছে সেগুলি আগামিদিনে বিনিয়োগকারীদের আরও উৎসাহী করবে বিনিয়োগে ৷

হুরুন সমীক্ষা অনুযায়ী, ইউনিকর্ন স্টার্টআপ মানেই যে লাভজনক হবে তা নয় ৷ বিশেষত মিডিয়ায় ব্যবসায় বিনিয়োগ লাভজনক নাও হতে পারে ৷ তবে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত লাভজনক ৷ তা অর্থনীতির ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক ফল দেয় ৷ হুরুনের সমীক্ষা অনুযায়ী বিশ্বে ইউনিকর্ন স্টার্টআপ সংস্থার সংখ্যা বেড়েছে ৷ গত বছর এই সংখ্যা 48টি ছিল ৷ এই বছর তা বেড়ে হয়েছে 53টি ৷ সারা বিশ্বে মোট 1453টি ইউনিকর্ন সংস্থার খোঁজ মিলেছে ৷ এছাড়াও 127টি থেকে 291টি শহরে নতুন বিনিয়োগ হয়েছে ৷ যা গত বছরের থেকে 7 শতাংশ বেশি ৷ গত বছর মার্কিনযুক্ত রাষ্ট্রে ইউনিকর্ন সংস্থা ছিল 703টি, চিনে ছিল 340টি ৷

আরও পড়ুন:

  1. সেনসেক্স-নিফটি উঠল সর্বকালীন উচ্চতায়
  2. সোনার দাম রেকর্ড বেড়ে সর্বাধিক, 10 গ্রামের দাম কত ?
  3. পুঁজিতে হাত নয়, স্টার্ট আপের শুরুতে ভরসা থাক ঋণে

ABOUT THE AUTHOR

...view details