পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

এই 7 ব্যাঙ্কে মিলবে 7.9% পর্যন্ত সুদ ! তরতরিয়ে বাড়বে সঞ্চয়, সুরক্ষিত হবে ভবিষ্যৎ

সঞ্চয়ের জন্য বিনিয়োগের আগে ভারতের 7টি বড় ব্যাঙ্কের কোন ব্যাঙ্ক কত হারে সুদ দিচ্ছে তা জেনে নেওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক...

High Return Fixed Deposit
এই 7 ব্যাঙ্কে মিলবে 7.9% পর্যন্ত সুদ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 6 নভেম্বর: আপনি যদি নিরাপদে আপনার অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে ফিক্সড ডিপোজিট একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। দেশের সব ব্যাঙ্ক তাদের গ্রাহকদের স্থায়ী আমানতের উপর চমৎকার হারে সুদ দিচ্ছে। সঞ্চয়ের জন্য বিনিয়োগের আগে ভারতের 7টি বড় ব্যাঙ্কের কোন ব্যাঙ্ক কত হারে সুদ দিচ্ছে তা জেনে নেওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক...

HDFC ব্যাঙ্ক:এইচডিএফসি ব্যাঙ্ক তার গ্রাহকদের 4 বছর 7 মাস থেকে 55 মাস মেয়াদের জন্য 7.40% সুদ দেয়। একই সময়ে, প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার 7.90% পর্যন্ত। এই হারগুলি 24 জুলাই, 2024 থেকে প্রযোজ্য।

ICICI ব্যাঙ্ক:আইসিআইসিআই ব্যাঙ্ক 15 মাস থেকে 18 মাসের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের 7.25% এবং সিনিয়র নাগরিকদের 7.80% সুদ দিচ্ছে ।

Kotak Mahindra ব্যাঙ্ক:কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তার গ্রাহকদের 390 থেকে 391 দিনের স্থায়ী আমানতে 7.4% সুদের হার অফার করছে। একই সময়ে, প্রবীণ নাগরিকদের 50 বেসিস পয়েন্টের অতিরিক্ত সুবিধা দেওয়া হয়। এই হারগুলি 14 জুন, 2024 থেকে কার্যকর হবে ৷

ফেডারেল ব্যাঙ্ক:ফেডারেল ব্যাঙ্ক 777 দিনের স্থায়ী আমানতে সাধারণ নাগরিকদের 7.4% এবং বয়স্ক নাগরিকদের 7.9% সুদ দিচ্ছে। এই হারগুলি 16 অক্টোবর, 2024 থেকে কার্যকর হয়েছে ৷

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া:স্টেট ব্যাঙ্ক (SBI) দেশের বৃহত্তম ব্যাঙ্ক ৷ এই ব্যাঙ্ক 2 থেকে 3 বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের 7% এবং বয়স্ক নাগরিকদের 7.5% সুদ দিচ্ছে। এই হারগুলি 15 জুন, 2024 থেকে কার্যকর হবে ৷

ব্যাঙ্ক অফ বরোদা:ব্যাঙ্ক অফ বরোদা 400 দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের 7.3% এবং বয়স্ক নাগরিকদের 7.8% সুদ দিচ্ছে । এই হারগুলি 14 অক্টোবর, 2024 থেকে কার্যকর হয়েছে ৷

আরও পড়ুন
মাত্র 100 টাকা করে জমিয়েই পাবেন 4.5 কোটি টাকা ! জানুন দ্রুত সঞ্চয় বৃদ্ধির কৌশল
পোস্ট অফিসের এই 6 স্কিমে পাবেন 7.5 শতাংশের বেশি সুদ ! সুরক্ষিত হবে সঞ্চয়

ABOUT THE AUTHOR

...view details