নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 2024-25 আর্থিক বছরে রাজস্ব ঘাটতির পরিমাণ 5.1 শতাংশ অনুমান করা হচ্ছে ৷ এমনটাই বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ অন্তবর্তী বাজেটের বক্তৃতায় তিনি জানিয়েছেন, চলতি অর্থবর্ষে রাজস্ব ঘাটতি 5.8 শতাংশ অনুমান করা হয়েছে ৷ তবে 24-2025 আর্থিক বছরে এটি কমে 5.1 শতাংশ হবে ৷ 2024-25 সালের অন্তর্বর্তী বাজেট উপস্থাপন করে সীতারামন বলেন, "2024-25 অর্থবর্ষে 26.02 লক্ষ কোটি টাকা কর আদায় হবে বলে অনুমান করা হচ্ছে । এই অর্থবর্ষে প্রথমে 5.9 শতাংশ রাজস্ব ঘাটতি অনুমান করা হয়েছিল ৷ পরে তা কমিয়ে রাজস্ব ঘাটতি পরিমাণ 5.8 শতাংশে প্রত্যাশা করা হয় ৷"
অর্থমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের রাজস্ব ঘাটতি 2023 সালের ডিসেম্বরের শেষে 9.82 লক্ষ কোটি টাকা বা বার্ষিক বাজেট লক্ষ্যমাত্রার 55 শতাংশ ছুঁয়েছে ৷ গত বছরের একই সময়ে 2022-23 সালের বাজেটে 59.8 শতাংশ রাজস্ব ঘাটতি অনুমান করা হয়েছিল ৷ নির্মলা সীতারামন এ দিন আরও বলেছেন, "উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজ্যগুলিতে 75 হাজার কোটি টাকার 50 বছরের সুদ-মুক্ত ঋণ দেওয়া হবে এবং যোগ 2014 সালে আগের বছরগুলির প্রতিটি চ্যালেঞ্জ আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে অতিক্রম করেছি ।"