পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

বড় পরিবর্তন ইপিএফওর নিয়মে! সহজ হল অ্যাকাউন্ট ট্রান্সফার, তথ্য সংশোধন - EPFO UPDATE

এখন EPFO ​​সদস্যরা তাদের ব্যক্তিগত তথ্য যেমন নাম এবং অন্যান্য বিবরণে সহজেই সংশোধন বা পরিবর্তন করতে পারবেন।

EPFO Update
বড় পরিবর্তন ইপিএফওর নিয়মে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 12:54 PM IST

হায়দরাবাদ, 19 জানুয়ারি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর সদস্যদের জন্য সুখবর! এখন EPFO ​​সদস্যরা তাদের ব্যক্তিগত তথ্য যেমন নাম এবং অন্যান্য বিবরণে সহজেই সংশোধন বা পরিবর্তন করতে পারবেন। শনিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

কেন্দ্র সরকার ইপিএফওতে অনেক সংস্কার বাস্তবায়িত করেছে, যার মাধ্যমে সদস্যরা এখন ইপিএফওর ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেদের ব্যক্তিগত তথ্যে পরিবর্তন করতে পারবেন। এর আগে, যখনই একজন সদস্যকে তার এই সব তথ্যে পরিবর্তন করতে হতো, তখন তাকে একাধিক দীর্ঘমেয়াদী ধাপ পেরিয়ে যেতে হতো।

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, "ইপিএফওতে 10 কোটিরও বেশি সদস্য রয়েছেন৷ আগে যখনই কোনও সদস্যকে কোনও তথ্য পরিবর্তন করতে হতো, তখন তাদের একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো৷ কিন্তু এখন, EPFO-তে একাধিক সংস্কার বাস্তবায়িত হয়েছে৷ এর পরে, সদস্যরা এখন কোনও বাহ্যিক সহায়তা ছাড়া সহজেই তাদের তথ্য পরিবর্তন করতে পারবেন।"

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "ইপিএফও-র কাছে নাম পরিবর্তন এবং অন্যান্য তথ্য সম্পর্কিত প্রায় 8 লক্ষ অভিযোগ এসেছে। এই পরিবর্তনের সঙ্গে, এই সমস্ত অভিযোগ শীঘ্রই সমাধান করা হবে। সরকার অ্যাকাউন্ট ট্রান্সফারের কাজ সহজ করার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলি বাস্তবায়িত করেছে ৷ এর আগে এই প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ছিল।"

এই মাসের শুরুতে, EPFO ​​ঘোষণা করেছিল যে এটি সারা দেশে তার সমস্ত আঞ্চলিক অফিসে কেন্দ্রীয় পেনশন পেমেন্ট সিস্টেম (CPPS) কার্যকর করেছে। এতে উপকৃত হবেন 68 লাখেরও বেশি পেনশনভোগী। এই নতুন ব্যবস্থার ফলে, অবসরপ্রাপ্ত পেশাদাররা যে কোনও ব্যাঙ্ক থেকে পেনশন তোলার সুবিধা পাবেন। এর পাশাপাশি, পেনশন শুরু হওয়ার সময় সুবিধাভোগীকে আর যাচাইয়ের জন্য ব্যাঙ্কে যেতে হবে না।

এই পদক্ষেপটি সেই সমস্ত পেনশনভোগীদের স্বস্তি দেবে যারা অবসর গ্রহণের পরে নিজের শহরে ফিরে যান এবং সেখানে তাদের বাকি জীবন কাটান। সব মিলিয়ে এই নতুন ঘোষণার পর EPFO সদস্যরা অনলাইনে তাদের ব্যক্তিগত তথ্য সংশোধন করতে পারবেন। পাশাপাশি, EPFO অ্যাকাউন্ট ট্রান্সফার করাও এখন OTP-এর মাধ্যমে আগের তুলনায় অনেক সহজে হবে।

আরও পড়ুন
হ্যাকারদের নজরে প্রভিডেন্ট ফান্ডের টাকা ! জরুরি সতর্কতা EPFO-র
নতুন বছরে EPFO থেকে এই 4 বাড়তি সুবিধা মিলবে ! উপকৃত হবেন পেশাদাররা

ABOUT THE AUTHOR

...view details