হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি:রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাংকে গ্রাহকদের লেনেদেনে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এই নির্দেশিকার পরই ব্যবসায়ীদের পেটিএমের পরিবর্তে অন্য পেমেন্ট অ্যাপ বেছে নেওয়ার পরামর্শ দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) ৷ সংগঠনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "বহু ছোট ব্যবসায়ী, বিক্রেতা, হকার এবং মহিলারা পেটিএমের মাধ্যমে অর্থপ্রদান করছেন ৷ পেটিএমের উপর আরবিআইয়ের নিষেধাজ্ঞা এই সমস্ত মানুষদের আর্থিক লেনদেনে ব্যাঘাত ঘটাতে পারে ।"
সিএআইটি'র ন্যাশনাল প্রেসিডেন্ট বিসি ভরতিয়া এবং সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়ালের তরফে বিবৃতিতে বলা হয়েছে, "পেটিএমের উপর আরবিআইয়ের তরফে জারি নিষেধাজ্ঞাগুলি প্ল্যাটফর্ম দ্বারা প্রদত্ত আর্থিক পরিষেবাগুলির নিরাপত্তা এবং ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে ।" তাই ব্যবসায়ীদের ঝুঁকি কমাতে সাহায্য করার জন্য ভরতিয়া এবং খান্ডেলওয়াল তাদের বিকল্প অর্থপ্রদানের পদ্ধতিগুলি বেছে নেওয়ার জন্য অনুরোধ করেছেন, যা নিয়ন্ত্রক নির্দেশিকাগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ । বিবৃতিতে বলা হয়েছে, "কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বিশ্বাস করে যে তহবিলের অনিয়মের কোনও প্রমাণ থাকলে পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্ত করা উচিত ৷"