পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

2025 সালে ব্যাঙ্ককর্মীদের ছুটির তালিকায় 110 দিন ! কোন মাসে ক'দিন ব্যাঙ্ক বন্ধ ? - BANK HOLIDAYS IN 2025

2025 সালের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন বছরে মোট ক'টি ছুটি পাওয়া যাবে এবং কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

Bank Holidays in 2025
2025 সালে ব্যাঙ্ককর্মীদের ছুটির তালিকা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2024, 7:31 PM IST

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: আপনার আর্থিক লেনদেন এবং ব্যাঙ্ক সংক্রান্ত কাজের পরিকল্পনা করার জন্য ব্যাঙ্কের ছুটির দিনগুলি সম্পর্কে জানা খুবই জরুরি ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) , বাণিজ্যিক ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (RRBs), এবং স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি (SFBs) এর মতো ভারতে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক পরিষেবা দিচ্ছে দেশের সাধারণ মানুষকে । যদিও, বর্তমানে অধিকাংশ ব্যাঙ্কিং পরিষেবা অনলাইনেই পাওয়া যায় ৷ ঘরে বসে স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপ থেকেই ব্যাঙ্কের অনেক কাজ সেরে নেওয়া যায় ৷ রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে 2025 সালের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন বছরে মোট ক'টি ছুটি পাওয়া যাবে এবং কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

2025 সালের মোট ছুটির তালিকা:

  • নববর্ষের দিন 01 জানুয়ারি 2025
  • গুরু গোবিন্দ সিং জি জয়ন্তী 06 জানুয়ারি 2025
  • স্বামী বিবেকানন্দ জয়ন্তী 12 জানুয়ারি 2025
  • মকর সংক্রান্তি/পোঙ্গল 14 জানুয়ারি 2025
  • মোহাম্মদ হযরত আলী/লুই-এনগাই-নি এর জন্মদিন 14 জানুয়ারি 2025
  • প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি 2025
  • বসন্ত পঞ্চমী 02 ফেব্রুয়ারি 2025
  • গুরু রবিদাস জিৎ জয়ন্তী 12 ফেব্রুয়ারি 2025
  • মহাশিবরাত্রি 26 ফেব্রুয়ারি 2025
  • হোলি 14 মার্চ 2025
  • ব্যাঙ্ক বার্ষিক বন্ধের দিন 01 এপ্রিল 2025
  • বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী 05 এপ্রিল 2025
  • মহাবীর জয়ন্তী 10 এপ্রিল 2025
  • তামিল নতুন বছর 14 এপ্রিল 2025
  • রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 07 মে 2025
  • ঈদুল জুহা 07 জুন 2025
  • বুদ্ধ পূর্ণিমা 12 মে 2025
  • শ্রী গুরু অর্জুন দেব জির শাহাদত দিবস 10 জুন 2025
  • রথযাত্রা 27 জুন 2025
  • মহরম 06 জুলাই 2025
  • রক্ষা বন্ধন (রাখী বন্ধন) 09 অগস্ট 2025
  • স্বাধীনতা দিবস 15 অগস্ট 2025
  • জন্মাষ্টমী (বৈষ্ণব) 15 অগস্ট 2025
  • শ্রীমন্ত শঙ্করদেব তিথি 25 অগস্ট 2025
  • বিনয়গর চতুর্থী 26 অগস্ট 2025
  • তিরুভোনাম 05 সেপ্টেম্বর 2025
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্ধ-বার্ষিক বন্ধের দিন 01 অক্টোবর 2025
  • মহাত্মা গান্ধির জন্মদিন 02 অক্টোবর 2025
  • দশেরা 02 অক্টোবর 2025
  • দীপাবলি 20 অক্টোবর 2025
  • গোবর্ধন পুজো 22 অক্টোবর 2025
  • ছট পুজো 28 অক্টোবর 2025
  • গুরু নানক জয়ন্তী 05 নভেম্বর 2025
  • বড়দিনের ছুটি 25 ডিসেম্বর 2025

উল্লেখিত ছুটিগুলির মধ্যে বেশ কিছু ছুটি রাজ্যভিত্তিক উৎসব-পার্বন উপলক্ষে তালিকাভুক্ত হয়েছে ৷ নির্দিষ্ট রাজ্যে তার ব্যাঙ্ককর্মীরা ওই দিনগুলিতে ওই ছুটি পাবেন ৷ এছাড়াও, সারা বছরে মোট 52টি রবিবার এবং 24টি শনিবার (দ্বিতীয় এবং চতুর্থ শনিবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

আরও পড়ুন
ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতেও চার্জ লাগে! কোন ব্যাঙ্কের ক্লোজিং ফি কত?
দুটি আলাদা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জরিমানা ? জানুন রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম

ABOUT THE AUTHOR

...view details