কলকাতা, 16 সেপ্টেম্বর: প্রায় বছর দেড়েক আগে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রং বদল করে রেল। নীল-সাদার পাশাপাশি গেরুয়া রঙের বন্দে ভারত চালু হয়েছে। সে সময় বন্দে ভারতের নতুন রং সম্পর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, নতুন রং তেরঙা থেকে অনুপ্রাণিত। এছাড়াও, যাত্রীদের সুবিধার জন্য বন্দে ভারত ট্রেনে 25টি ছোট পরিবর্তন করা হয়েছে। এ জন্য যাত্রী ও বিশেষজ্ঞদের থেকেও পরামর্শ নেওয়া হয়েছিল।
রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে (14 সেপ্টেম্বর, 2024), মোট 54টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে, যেগুলিতে চড়ে দেশের প্রায় 3 কোটি 17 লক্ষেরও বেশি যাত্রী ভ্রমণ করেন ৷ সমস্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়। গেরুয়া রঙের বন্দে ভারতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে ৷ চলুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক...
- সিটে আরও ভালো কুশন বসানো হয়েছে এবং এর অ্যাঙ্গেলও ঠিক করা হয়েছে ।
- মোবাইল চার্জিং পয়েন্টগুলিতে অ্যাক্সেস আরও উন্নত করা হয়েছে ।
- এক্সিকিউটিভ চেয়ার কারে 'ফুট রেস্ট'-এর জন্য জায়গা বাড়ানো হয়েছে ।
- জলের ছিটে এড়াতে ওয়াশ বেসিনের গভীরতা বাড়ানো হয়েছে ।
- টয়লেটে ভালো আলোর ব্যবস্থা করা হয়েছে ।
- যাত্রীদের সিটের পাশে রিডিং লাইটের ব্যবস্থা আরও ভালো করা হয়েছে ।