পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

1500 টাকারও কমে ফ্লাইটের টিকিট ! ধামাকা অফার এয়ার ইন্ডিয়ার - AIR INDIA EXPRESS FLASH SALE

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্ল্যাশ সেলে 13 জানুয়ারি 2025 পর্যন্ত দেড় হাজার টাকারও কমে ফ্লাইটের টিকিট কাটতে পারবেন বিমানযাত্রীরা৷

Air India Express Flash Sale
দেড় হাজার টাকারও কমে ফ্লাইটের টিকিট দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2025, 1:24 PM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি:এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 'ফ্ল্যাশ সেল' ঘোষণা করেছে ৷ এই সেলে বিমানযাত্রীরা 1500 টাকারও কম খরচে বিমানে ভ্রমণ করতে পারবেন। টিকিটের দাম শুরু হচ্ছে 1498 টাকা থেকে ৷ বিমান যাত্রীরা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা অন্যান্য বড় বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ফ্লাইট বুক করার মাধ্যমে আকর্ষণীয় ভাড়া পেতে পারেন।

কতদিন ফ্ল্যাশ সেল চলবে?

এই ফ্ল্যাশ সেলে 13 জানুয়ারি, 2025 পর্যন্ত ডোমেস্টিক ফ্লাইট বুকিংয়ে বিশেষ ছাড় পাওয়া যাবে ৷ এই ছাড় 24 জানুয়ারি থেকে 30 সেপ্টেম্বর, 2025 পর্যন্ত ভ্রমণের বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য।

বাড়তি সুবিধা দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস:

ফ্ল্যাশ সেল ছাড়াও, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক্সক্লুসিভ এক্সপ্রেস লাইট-এর ভাড়ায় একটি অফার দিচ্ছে যা 1328 টাকা থেকে শুরু হচ্ছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তার ওয়েবসাইট airindiaexpress.com-এ লগ ইন করলে সদস্যদের জন্য 'কনভেনিয়েন্স ফি' মুকুফ করছে।

এক্সপ্রেস লাইট ভাড়ায় অতিরিক্ত ছাড়:

এক্সপ্রেস লাইটের ভাড়ায় অতিরিক্ত ছাড়ও দেওয়া হয়েছে এই সেলে । এতে কোনও রকম অতিরিক্ত খরচ ছাড়াই 3 কেজি পর্যন্ত অতিরিক্ত কেবিন ব্যাগেজ প্রি-বুক করার সুবিধা এবং চেক-ইন ব্যাগেজের হারে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, আপনি ডোমেস্টিক ফ্লাইটে 15 কেজি ব্যাগেজের জন্য 1000 টাকা এবং আন্তর্জাতিক রুটে 20 কেজি ব্যাগেজের জন্য 1300 টাকা ছাড়ের সুবিধা পেতে পারেন। এছাড়াও, এয়ারলাইন এক্সপ্রেস বিজনেস ক্লাসের ভাড়ায় 25 শতাংশ ছাড় দিচ্ছে।

ইংরেজি নতুন বছরের সেলেও সস্তায় টিকিট দিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এতে, যাত্রীদের এক্সপ্রেস ভ্যালু ভাড়ায় 1599 টাকা থেকে শুরু করে বিশে, ছাড়ে ফ্লাইট বুক করার সুযোগ দেওয়া হয়েছিল। এই নববর্ষের সেলটি 5 জানুয়ারি, 2025 পর্যন্ত বুকিংয়ের ক্ষেত্রে খোলা ছিল।

আরও পড়ুন
ভাড়া দেড় হাজার ! অফারের বন্যা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে
একসঙ্গে যাত্রা শুরু ভিস্তারা-এয়ার ইন্ডিয়ার ! দোহা থেকে এল প্রথম বিমান

ABOUT THE AUTHOR

...view details