সোনিপত, 23 মে: ঘুমন্ত অবস্থায় স্ত্রী, তিন মাসের সন্তান ও ভাইকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের বিন্ধ্রোলি গ্রামে ৷ খবর পেয়ে সোনিপত কুন্ডলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতরা হলেন অভিযুক্তের স্ত্রী মধু ও ছেলে শিবম এবং অমরদীপ ৷ পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বর্তমানে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে ।
পুলিশ সূত্রে খবর, বিন্ধ্রোলি গ্রামের বাসিন্দা অমরদীপ সোনিপত পৌর কর্পোরেশনে কর্মরত ছিলেন। কয়েকবছর আগেই মধুর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন মাসের ছেলে শিবমকে নিয়ে ওখানেই থাকতেন। অমরদীপের দাদা মনদীপ কোনও বিষয় নিয়ে তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। সেই ক্ষোভ থেকেই গভীর রাতে অমরদীপ যখন বাড়ির উঠোনে ঘুমোচ্ছিলেন প্রথমে মনদীপ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ৷ পরে মধু ও তিন মাসের নিষ্পাপ শিবমকেও নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত । সকালে পরিবারের লোকজন তিন জনের দেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং গ্রামে চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় ।