নয়াদিল্লি, 26 মার্চ: দেশে 18তম লোকসভা নির্বাচনে অংশ নেবে 96.88 কোটি ভারতীয় ৷ 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত দেশজুড়ে চলবে 2024 লোকসভা ভোট ৷ এর পাশাপাশি হবে চারটি রাজ্যে বিধানসভা ভোট ৷ ফলাফল 4 জুন ৷ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে অংশ নিতে সঙ্গে রাখতে হবে ভোটার আইডি কার্ড ৷ ভোটাধিকার প্রয়োগের পরিচয়পত্রটি দেখিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন একজন ভোটার ৷
তবে ভোটার আইডি কার্ড না থাকলে ? তাহলে কি ভোট দেওয়া যাবে না ? নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, ভোটার আইডি কার্ড না-থাকলেও ভোট দেওয়া যাবে ৷ সেক্ষেত্রে ভোটার তালিকায় নিজের নাম আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে হবে ৷ তালিকায় নাম থাকলে ভোটার কার্ড ছাড়াও ভোট দেওয়া যাবে ৷ শুধু প্রয়োজন এপিক নম্বর, যা নির্বাচন কমিশন ইস্যু করে ৷
ভারতে ভোট দেওয়ার যোগ্যতা-
- যে কোনও ভারতীয় নাগরিক ভোট দিতে পারবেন ৷
- জানুয়ারি মাসে 1 তারিখের হিসেবে 18 বছর বয়সি যে কোনও নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৷
- নাগরিকের কাছে ভোটার কার্ড থাকতে হবে ৷ এই কার্ডে 10 অঙ্কের আলফানিউম্যারিক নম্বর থাকে, যাকে ইলেক্টোরাল ফোটো আইডেনটিটি কার্ড নম্বর বা ইপিআইসি বা এপিক নম্বর বলে ৷ নির্বাচন কমিশন এই নম্বরটি ইস্যু করে ৷ তবে কারও কাছে এই কার্ড না থাকলেও তিনি ভোট দিতে পারবেন ৷ তার আগে দেখে নিতে হবে, ভোটার তালিকায় তাঁর নাম আছে কি না ৷
ভোটার তালিকায় যদি নাম না থাকে, তাহলে কী করতে হবে ?
ভোটার হিসাবে নাম নথিভুক্তিকরণের জন্য যে কোনও ভারতীয় নাগরিককে অনলাইন বা অফলাইনে 6 নম্বর ফর্মটি পূরণ করতে হবে ৷