ভোপাল, 9 ফেব্রুয়ারি: আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে শিকলে বেঁধে নির্বাসিত করা অনুচিত ছিল এবং মার্কিন সরকারের উচিত ছিল এই ধরনের আচরণ এড়িয়ে চলা। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ৷
শনিবার এক সংবাদিক সম্মেলনে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন ৷ এখানে তিনি কেন্দ্রীয় বাজেটের বিস্তারিত বিবরণও ভাগ করে নেন এবং বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে।
চলতি সপ্তাহের শুরুতে আমেরিকা থেকে ভারতে নির্বাসিত অবৈধ অভিবাসীদের সঙ্গে আচরণের বিষয়ে, আঠওয়ালের মত, তাদের শিকল দিয়ে পাঠানো অনুচিত ছিল। 5 ফেব্রুয়ারি 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে একটি মার্কিন সামরিক বিমান অমৃতসরে অবতরণ করে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্বাসিত ভারতীয়দের এটিই প্রথম দল। কিছু নির্বাসিত ব্যক্তি দাবি করেন যে, গোটা যাত্রাপথজুড়ে তাদের হাত ও পা শিকলে বাঁধা হয়েছিল এবং অমৃতসরে অবতরণের পরই তাদের শিকল খোলা হয়।