পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অন্তর্দ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন, হিমাচলের নেতাদের একত্রিত করার মরিয়া চেষ্টা প্রিয়াঙ্কার - LOK SABHA ELECTIONS 2024

Lok Sabha Election 2024: 2022 সালে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের সময়েও কংগ্রেসের হয়ে প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ কিন্তু সময় পালটেছে, দলের হাল ফেরাতে এবার মরিয়া চেষ্টা কংগ্রেস নেত্রীর ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 7:03 PM IST

হিমাচল প্রদেশ, 7 এপ্রিল: লোকসভা ভোটের আগে হিমাচলে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস ৷ দলের নেতা প্রিয়াঙ্কা গান্ধি ভঢরা ফের রাজ্য নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন ৷ একইসঙ্গে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য বিবাদ এড়াতে এবং চারটি লোকসভা আসনে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য বিজেপি'র বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার আহ্বানও জানিয়েছেন প্রিয়াঙ্কা।

2022 হিমাচলে বিধানসভা নির্বাচনের সময়েও কংগ্রেসের হয়ে প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ রাজ্যের দায়িত্বে থাকা এআইসিসি সাধারণ সম্পাদক রাজীব শুক্লা, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং, উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী-সহ দলের সিনিয়র নেতারা শনিবার লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি পর্যালোচনা করেন।

হিমাচল প্রদেশ কংগ্রেসের প্রধান প্রতিভা সিং বলেন, "আমরা লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করেছি। প্রিয়াঙ্কা গান্ধি চাইছেন বিজেপি'র মোকাবিলায় রাজ্য দল একসঙ্গে থাকুক। আমরা সকলেই একসঙ্গে কাজ করব ৷ আমাদের লক্ষ্য রাজ্যের চারটি সংসদীয় আসন জয় করা। প্রত্যেকেরই দলীয় প্রচারে অবদান রাখা উচিত, যা গত 10 বছরে মোদি সরকারের ব্যর্থতার উপরই মূলত ফোকাস করবে ৷"

তিনি আরও বলেন, "কংগ্রেসের ইস্তাহারের বার্তা ছড়িয়ে দিতে আমরা আগামী সপ্তাহগুলিতে সমস্ত পরিবারের কাছে পৌঁছনোর চেষ্টা করব। জনগণ বিধানসভা নির্বাচনে দলের সামাজিক কল্যাণের গ্যারান্টিতে বিশ্বাস করেছিল ৷ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। আগামী জাতীয় নির্বাচনেও তারা আমাদের সমর্থন করবে বলে বিশ্বাস করি ৷"

বিজেপি 2019 সালে মান্ডি, কাংড়া, হামিরপুর এবং সিমলা চারটি লোকসভা আসনেই জিতেছিল। পরে প্রতিভা সিং 2021 সালে মান্ডি লোকসভা উপনির্বাচনেও জিতেছিলেন। যদিও দল তিনটি আসনে নতুন মুখ দেওয়ার পরিকল্পনা নিয়েছে ৷ বিজেপি মনোনীত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে মোকাবিলার জন্য মান্ডিতে প্রতিভা সিংকে ফের প্রার্থী করার বিষয়ে ঐকমতও হয়েছে। দলের অন্দরে নেতারা বলছেন, হাইকমান্ড আগামী 1 জুনের ভোটের জন্য প্রার্থীদের নাম দেওয়ার জন্য কোনও তাড়াহুড়ো করতে চাইছে না ৷ তবে তারা স্বীকার করেছে বিজেপিকে মোকাবেলা করার জন্য আপ প্রার্থী চূড়ান্ত করতে তাদের চাপ দিচ্ছে ৷ দলের অভ্যন্তরীণ সূত্রের মতে, লোকসভা নির্বাচন ছাড়াও, 1 জুন ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন নিয়েও প্রিয়াঙ্কা গান্ধির সভাপতিত্বে রণকৌশল বৈঠকে আলোচনা হয়েছে।

বিধানসভায় বহিষ্কৃত ছয় বিদ্রোহী কংগ্রেস নেতা এখন বিজেপি প্রার্থী হিসাবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয় বিদ্রোহী বিধায়ক দলের রাজ্যসভা মনোনীত অভিষেক মনু সিংভির বিরুদ্ধে ভোট দেওয়ার পরে এবং বিজেপি মনোনীত প্রার্থী হর্ষ মহাজনকে জয়ী হতে সাহায্য করার পরে রাজ্যে সুখু সরকারের জন্য সংকট তৈরি করেছিল। হিমাচলের দায়িত্বে থাকা এআইসিসি সম্পাদক তাজিন্দর পাল সিং বলেন, “আমরা চারটি লোকসভা আসন এবং ছ'টি বিধানসভা উপনির্বাচনে জিতব ৷”

আরও পড়ুন

'বিজেপির চাপানো বেকারত্বই এবার ভোটের সবচেয়ে বড় ইস্যু', মোদিকে বিঁধলেন খাড়গে

অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ, সাসপেন্ড আইএএস আধিকারিক

ABOUT THE AUTHOR

...view details