বেঙ্গালুরু, 11 অগস্ট: কফি শপের টয়লেটে লুকিয়ে রাখা ছিল মোবাইল ! তাও আবার রেকর্ডিং মোডে রাখা ছিল সেই ফোন ! সেই ফোনই হাতে এসেছে কফি শপে যাওয়া এক মহিলার ৷ অবশ্য ততক্ষণে ঘণ্টা দুয়েকের রেকর্ডিং হয়ে গিয়েছে ফোনে ।
শনিবার এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সামনে এসেছে এই ঘটনা। সেই পোস্টে লেখা ছিল, এক মহিলা ক্যাফের শৌচালয় থেকে একটি মোবাইল ফোন খুঁজে পেয়েছেন ৷ যেটি খুবই সাবধানে শৌচালয়েরই একটি ডাস্টবিনে লুকিয়ে রাখা ছিল ৷ খুঁজে পাওয়ার সময় সেই মোবাইল ফোনে প্রায় দু'ঘন্টা ধরে ভিডিয়ো রেকর্ডিং চলছিল বলেও তাঁর দাবি ৷
এমনকী ফোনটি ফ্লাইট মোডে করা ছিল যাতে কোনও শব্দ না হয় ৷ ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, সাবধানে ফোনটি ডাস্টবিনের ব্যাগে লুকিয়ে রাখা ছিল ৷ সেই ডাস্টবিনের একটি ছোট ফুটো দিয়ে কেবল ফোনের ক্যামেরাটি বের করা ছিল ৷ এরপর খোঁজ নিয়ে জানা যায়, ফোনটি সেই ক্যাফেতে কর্মরত এক ব্যক্তির। এরপরই খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ ৷
ওই মহিলা লিখেছেন, "এটা সত্যি ভয়ঙ্কর বিষয় ৷ আমি এখন থেকে যে কোনও ওয়াশরুম ব্যবহার করার সময় সতর্ক থাকব ৷ ক্যাফে বা রেস্তোরাঁ যতই পরিচিত হোক না কেন আমি খুবই সতর্ক থাকব। আমি আপনাদের সকলকে একই কাজ করার জন্য অনুরোধ করছি। খুবই ঘৃণ্য ঘটনার সাক্ষী থেকেছি আমি।" অন্যদিকে, ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি সংশ্লিষ্ট ক্যাফেতেই কাজ করতেন ৷ 'থার্ড ওয়েভ কফি' নামে ওই ক্যাফের মালিকপক্ষ ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি অভিযুক্ত ওই ব্যক্তিকে বরখাস্তও করেছে।
ক্যাফের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, "বেঙ্গালুরুতে আমাদের আউটলেটের দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দুঃখিত ৷ আমরা জোর দিয়ে বলতে চাই এই ধরনের কর্মকাণ্ড একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে ওই ব্যক্তিকে বরখাস্ত করেছি ৷ আমাদের গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দ্রুত পদক্ষেপও নেওয়া হয়েছে ৷" কর্ণাটকের ভদ্রাবতীর বাসিন্দা ওই ব্যক্তিকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করেছে পুলিশ।