পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আগ্রার হোটেলে গণধর্ষণ! অশ্লীল ভিডিয়ো বানিয়ে মহিলাকে দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ - WOMAN GANGRAPED IN AGRA HOTEL

মহিলার অভিযোগ, হোটেলে কোল্ড ড্রিঙ্কে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পান করিয়ে গণধর্ষণ করা হয় । হোটেল অপারেটর তিন মাস ধরে তাঁকে বাড়িতে বন্দি করে রাখেন ৷

Woman gangraped in Agra hotel
আগ্রার হোটেলে মহিলাকে গণধর্ষণের অভিযোগ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2024, 1:56 PM IST

আগ্রা, 17 ডিসেম্বর: স্বামীর সঙ্গে ঝগড়া করে হোটেলে গিয়ে উঠেছিলেন ৷ সেখানেই এক মহিলা গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায় ৷ এমনকি ওই মহিলার অশ্লীল ভিডিয়ো বানিয়ে তাঁকে ব্ল্যাকমেল করে দেহব্যবসায় বাধ্য করারও অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় হোটেল মালিক-সহ পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী মহিলা ফিরোজাবাদ জেলার বাসিন্দা ৷ পুলিশে মহিলার করা অভিযোগ অনুযায়ী, ঘটনাটি জুলাই মাসের । সেই সময় স্বামীর সঙ্গে বিবাদের পর বাড়ি ছেড়ে আগ্রায় চলে আসেন তিনি । রাগ করে তিনি তাজগঞ্জের একটি হোটেলে থাকতে শুরু করেন । ওই হোটেলের কোনও নাম ছিল না । হোটেল অপারেটর অনিল যাদব, তার সহযোগী রুস্তম যাদব এবং রমেশ মহিলাকে নেশাজাতীয় দ্রব্য মেশানো ঠান্ডা পানীয় পান করান এবং জ্ঞান হারানোর পর তিনজনই তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ ।

মহিলার আরও অভিযোগ, অভিযুক্তরা তাঁর একটি অশ্লীল ভিডিয়ো তৈরি করেছিলেন । এর মাধ্যমে তাঁকে ব্ল্যাকমেল করে দেহব্যবসায় বাধ্য করা হয় । মহিলাকে হোটেলে বন্দি করে রাখেন অভিযুক্তরা । এসময় হোটেলের দুই গ্রাহক আনন্দ পোরওয়াল ও বৈভব পোরওয়ালও মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ । মহিলার আরও অভিযোগ, হোটেল অপারেটরও তিন মাস ধরে তাঁকে তাঁর বাড়িতে বন্দি করে রাখেন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 9 অক্টোবর কোনোভাবে সেখান থেকে পালিয়ে যান মহিলা । এরপর স্বামীকে গিয়ে ঘটনাটি জানান তিনি । টুন্ডলা থানায় গিয়ে অভিযোগ জানানো হয় । হোটেল অপারেটর, তাঁর দুই সঙ্গী ও দুই গ্রাহকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছেন ওই মহিলা । এর আগে টুন্ডলা থানা এই মামলায় পাঁচজনের বিরুদ্ধে জিরো এফআইআর নথিভুক্ত করেছিল । এখন মামলাটি স্থানান্তরের পর তাজগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করেছে ।

এসিপি তাজ সিকিউরিটি সৈয়দ আরিব আহমেদ বলেন, "মামলাটি তাজগঞ্জের হওয়ায় টুন্ডলা থানায় জিরো এফআইআর নথিভুক্ত করা হয় । পরে মামলার এফআইআর তাজগঞ্জ থানায় স্থানান্তর করা হয় । তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । নির্যাতিতা এখনই কিছু বলতে রাজি নন । তাঁর বক্তব্য রেকর্ড করা হবে । যাতে অভিযুক্তের শাস্তি হয় ।"

ABOUT THE AUTHOR

...view details