কলকাতা, 19 জুলাই: কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক বিশ্বব্যাপী বিভ্রাটের বিষয়ে মাইক্রোসফ্টের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ শুক্রবার একথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তবে তিনি জানান, এই বিভ্রাটের ফলে এনআইসি নেটওয়ার্ক প্রভাবিত হয়নি ।
এক্স-এর একটি পোস্টে আইটি মন্ত্রী বৈষ্ণব বলেন যে, এই বিভ্রাটের কারণ চিহ্নিত করা হয়েছে এবং সমস্যা সমাধানের জন্য আপডেটগুলি প্রকাশ করা হয়েছে । তিনি লিখেছেন, "ইলেকট্রনিক ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক বিশ্বব্যাপী বিভ্রাটের বিষয়ে মাইক্রোসফ্ট এবং এর সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছে...এনআইসি নেটওয়ার্ক প্রভাবিত হয়নি ৷"
অফিস-কাছারিতে আজ সকাল থেকে হইচই পড়ে যায় ৷ কম্পিউটারে কাজ করতে করতেই অনেকে দেখেন গোটা স্ক্রিন নীল ৷ বার্তা দেওয়া হচ্ছে যে, কিছু সমস্যা থাকায় মেশিনটি রিস্টার্ট করতে হবে ৷ তবে রিস্টার্ট করার পরও একই মেসেজ আসছে ৷ আবারও গোটা স্ক্রিন নীল ৷ বিশ্বজুড়ে আজ উইন্ডোজের এই সমস্যার সম্মুখীন হয়েছেন বহু মানুষ ৷ সোশাল মিডিয়ায় তাঁরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ৷ জানতে চেয়েছেন আর কারও সঙ্গে এমন হয়েছে কি না ৷ তখনই জানা যায়, একই সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মানুষ ৷
জানা গিয়েছে, এই সমস্যাটিকে কম্পিউটারের পরিভাষায় বলে 'ব্লু স্ক্রিন অফ ডেথ' ৷ এখনও পর্যন্ত যা খবর, এই ঘটনার জেরে ভারত, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বিমানসংস্থা, বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক-সহ বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়েছে কর্মীদের ৷ ব্যাহত হয়েছে পরিষেবা ৷
বিশ্বব্যাপী মাইক্রোসফ্ট ব্যবহারকারীরা ব্যাংক এবং বিমানবন্দরগুলি-সহ বিভিন্ন জায়গা থেকে এই বিভ্রাটের খবর দিয়েছে ৷ বিভ্রাটের কারণ, সঠিক প্রকৃতি স্পষ্ট নয় । মাইক্রোসফ্ট তার এক্স পোস্টগুলিতে বলছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ তবে ক্রমবর্ধমান বিভ্রাটের কয়েক ঘণ্টা পরেও বিশ্বজুড়ে একই অভিযোগ আসছে ৷
দিল্লি বিমানবন্দরে এই সমস্যার কারণে পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানানো হয়েছে ৷ বিমানবন্দর কর্তৃপক্ষে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে, "বিশ্বব্যাপী আইটি সমস্যার কারণে, দিল্লি বিমানবন্দরের কিছু পরিষেবা সাময়িকভাবে প্রভাবিত হয়েছে । আমাদের যাত্রীদের অসুবিধা কমাতে আমরা আমাদের সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।"
স্পাইসজেট ও ইন্ডিগো বিমান সংস্থার তরফেও একই সমস্যার কথা জানানো হয় ৷ ইন্ডিগো এক্স হ্যান্ডেলে জানিয়েছে, "আমাদের সিস্টেমগুলি বর্তমানে মাইক্রোসফ্ট বিভ্রাটের দ্বারা প্রভাবিত, যা অন্যান্য সংস্থাগুলিকেও প্রভাবিত করছে ৷ এই সময়ে বুকিং, চেক-ইন, আপনার বোর্ডিং পাসে অ্যাক্সেস এবং কিছু উড়ান প্রভাবিত হতে পারে ৷" স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, "আমরা বিমানবন্দর জুড়ে ম্যানুয়াল চেক-ইন এবং বোর্ডিং প্রক্রিয়া সক্রিয় করেছি ৷"
ব্যবহারকারীর রিপোর্ট করা ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করে ডাউনডিটেক্টর ওয়েবসাইট ৷ তারা জানিয়েছে, ভিসা, এডিটি সিকিউরিটি এবং অ্যামাজন ও আমেরিকান এয়ারলাইনস-সহ বিভিন্ন বিমানবন্দরে ক্রমবর্ধমান এই বিভ্রাটের কথা বলা হয়েছে ৷ অস্ট্রেলিয়ার নিউজ আউটলেটগুলি জানিয়েছে যে বিমান সংস্থা, টেলিযোগাযোগ প্রদানকারী সংস্থা, ব্যাংক ও মিডিয়া সম্প্রচারকারীরা কম্পিউটার সিস্টেমে অ্যাক্সেস হারিয়ে ফেলার কারণে পরিষেবা ব্যাহত হয়েছে । কিছু নিউজিল্যান্ড ব্যাংক জানিয়েছে যে তারাও অফলাইন হয়ে গিয়েছে ৷