পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিদেশ সফরে প্রথম ভারতে পা প্রেসিডেন্ট দিশানায়কের, শ্রীলঙ্কার সঙ্গে একাধিক ক্ষেত্রে সহযোগিতার ঘোষণা - INDIA SRI LANKA RELATION

3 দিনের সফরে ভারতে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে ৷ সোমবার হায়দরাবাদ হাউজে দু'দেশের মধ্যে একাধিক বিষয়ে মৌ চুক্তি স্বাক্ষরিত হয় ৷

PM Narendra Modi warmly received President Anura Disanayake of Sri Lanka at Hyderabad House
হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে (ছবি: এএনআই)

By PTI

Published : 5 hours ago

Updated : 5 hours ago

নয়াদিল্লি, 16 ডিসেম্বর:একাধিক বিষয়ে মৌ চুক্তি স্বাক্ষরিত হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ৷ রবিবার রাতে ভারতে পা রাখেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে ৷ 17 তারিখ পর্যন্ত তিনি ভারত সফরে থাকবেন ৷ সোমবার সকালে রাজধানীর হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে স্বাগত জানান ৷ সেখানেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চস্তরীয় বৈঠক হয় এবং মৌ চুক্তি স্বাক্ষরিত হয় ৷

এদিন সকালে প্রেসিডেন্ট দিশানায়কে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানান ৷ তাঁর সঙ্গে ছিলেন, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগান ৷ তাঁকে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যৌথ প্রতিরক্ষা বাহিনী তাঁকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানায় ৷

হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট দিশানায়েক একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন ৷ তাঁদের উপস্থিতিতে ভারত-শ্রীলঙ্কার মৌচুক্তি স্বাক্ষরিত হয় ৷ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী একে অপরকে স্বাগত জানান ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমি উচ্ছ্বসিত যে, আপনি বিদেশ সফরের প্রথম দেশ হিসেবে ভারতকেই বেছে নিয়েছেন ৷"

শ্রীলঙ্কাকে সাহায্য় করা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভারত এখনও পর্যন্ত ঋণ ও আর্থিক সাহায্য মিলিয়ে 5 বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে শ্রীলঙ্কাকে ৷ শ্রীলঙ্কার 25টি জায়গায় আমরা সহযোগিতা করেছি ৷ আমরা এই উন্নয়নমূলক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যেতে চাই ৷ কানকেসানথুরাই বন্দর এবং মাহো-অনুরাধাপুরা রেলস্টেশনের সিগন্যালিং সিস্টেমের সংস্কারে আমরা আর্থিক সাহায্য করব বলে সিদ্ধান্ত নিয়েছি ৷ শিক্ষা ক্ষেত্রে সহযোগিতায় আগামী বছর থেকে জাফনা ও ইস্টার্ন প্রভিন্সের 200 জন পড়ুয়াকে প্রতি মাসে স্কলারশিপ দেওয়া হবে ৷ আগামী 5 বছরে শ্রীলঙ্কার 1 হাজার 500 জন শীর্ষস্তরীয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ ঘর-বাড়ি নির্মাণ, পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং পরিকাঠামো ক্ষেত্রেও ভারত সাহায্য করবে ৷ এছাড়া কৃষি, মৎস্য এবং দুগ্ধজাত পণ্যের উন্নয়নেও সহযোগিতা করবে ভারত ৷"

হালকা মেজাজে প্রধানমন্ত্রী মোদি ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়কে (ছবি: এএনআই)

দু'দেশের নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির কথায়, "আমরা সম্পূর্ণ একমত যে আমাদের নিরাপত্তার স্বার্থটি একে অপরের সঙ্গে জড়িত ৷ খুব শীঘ্রই আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে ডিফেন্স কো-অপারেশন এগ্রিমেন্ট চূড়ান্ত করব ৷ হাইড্রোগ্রাফি বিষয়েও শীঘ্রই চুক্তি হবে ৷ শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ৷ এর আওতায় জলসীমায় সুরক্ষা, সীমান্তে সন্ত্রাস, সাইবার-নিরাপত্তা, পাচার এবং পরিকল্পতি অপরাধের মোকাবিলা, মানবিক সাহায্য এবং বিপর্যয়ের ত্রাণের মতো বিষয়গুলি আরও প্রসারিত হবে ৷ দু'দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগের সূত্র সভ্যতা ৷" তিনি আরও ঘোষণা করেন ভারতের রামেশ্বরম এবং শ্রীলঙ্কার তালাইমানারের মধ্যে শীঘ্রই ফেরি পরিষেবার সূচনা হবে ৷

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাঁধে হাত রেখে ফুরফুরে মেজাজে প্রধানমন্ত্রী মোদি (ছবি: এএনআই)

প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে তাঁর বিবৃতিতে বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছি, ভারতের জন্য ধ্বংসাত্মক এমন কোনও কাজে আমাদের দেশের জমিকে ব্যবহার করতে দেব না ৷ ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সহযোগিতার সম্পর্ক নিশ্চিতভাবে আরও ভালো হবে ৷ ভারতের প্রতি আমাদের সমর্থন নিয়ে আমি আবারও আশ্বস্ত করতে চাই ৷"

দু'বছর আগে দেশের অর্থনৈতিক অচলাবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে ভারত আমাদের অসম্ভব সাহায্য় করেছে ৷ বিশেষত ঋণ-মুক্ত হওয়ার প্রক্রিয়ায় ৷ আমি জানি, ভারতের বৈদেশিক নীতিতে শ্রীলঙ্কা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ৷ প্রধানমন্ত্রী মোদি আমাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন ৷ শ্রীলঙ্কার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়েও তিনি তিনি আশ্বস্ত করেছেন ৷"

Last Updated : 5 hours ago

ABOUT THE AUTHOR

...view details