পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'আগামী 100 দিনের মধ্যে সকলের আস্থা অর্জন করতে হবে', বিজেপির সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রীর - PM Modi

PM Modi at BJP convention: প্রধানমন্ত্রী জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে আগামী 100 দিনের মধ্যে ভোটারদের আস্থা ও সমর্থন অর্জন করতে হবে ৷ বিজেপির প্রতিটি সদস্যকে কার্যত এটা তাঁদের মিশন হিসেবেই নিতে হবে।

Etv Bharat
Etv Bharat

By ANI

Published : Feb 18, 2024, 4:27 PM IST

Updated : Feb 18, 2024, 4:34 PM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি:লোকসভা নির্বাচনের আগে দিল্লির ভারত মণ্ডপে বিজেপির জাতীয় সম্মেলনের শেষ দিনে দলের কর্মী ও নেতাদের একাধিক দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার তিনি জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনের আগে 100 দিনের মধ্যে ভোটারদের আস্থা ও সমর্থন অর্জন করতে হবে ৷ বিজেপির প্রতিটি সদস্যকে কার্যত এটা তাঁদের মিশন হিসেবেই নিতে হবে।

রবিবার জৈন ধর্মের দ্রষ্টা আচার্য শ্রী বিদ্যাসাগর মহারাজের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ এরপর নিজের বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, "পরবর্তী 100 দিন, আমাদের প্রত্যেককে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে ৷ প্রতিটি নতুন ভোটার, প্রতি সরকারি সুবিধাভোগী এবং প্রতিটি সম্প্রদায়ের কাছে পৌঁছতে হবে। আমাদের সকলের আস্থা ও সমর্থন জয় করতে হবে। আমাদের আন্তরিক কর্মীরা 24 ঘণ্টা সর্বত্র জনগণের সঙ্গেই থাকেন। তাঁদের আস্থা অর্জনের জন্যই কাজ করেন।"

প্রধানমন্ত্রীর কথায়, "আগামী 100 দিন আমাদের নতুন উদ্যম এবং প্রাণশক্তি নিয়ে কাজ করতে হবে। আজ 18 ফেব্রুয়ারি, যে যুবক-যুবতীরা 18 বছর বয়সী প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে এখন থেকে কয়েকদিনের মধ্যে 18 তম লোকসভা নির্বাচন তাঁরাও ভোট দেবেন ৷ এখনই সময় 'বিকশিত ভারত'-এর স্বপ্ন দেখা এবং সেই দৃষ্টিভঙ্গির বাস্তবায়নের।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "দেশের স্বপ্ন এবং সংকল্প আমাদের সামনে বড় ৷ একটি বিকশিত ভারত তৈরি আমাদের স্বপ্ন এবং শপথ ৷ আগামী পাঁচ বছর আমাদের দেশকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়াবে। আগামী পাঁচ বছরে, আমাদের এই বিকশিত ভারত গঠনের জন্য বড় পদক্ষেপ নিতে হবে ৷"

সম্প্রতি বাজেট অধিবেশন চলাকালীন রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খারগের 'অব কি বার 400 পার'-এর বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের কটাক্ষ করে বলেন, "আজ বিরোধী দলের কিছু নেতাও বলছেন, এনডিএ সরকার 400 পার। লোকসভা নির্বাচনে এনডিএ-কে 400 পেরিয়ে যেতে হলে, বিজেপিকে 370 বা তার বেশি আসন পেতেই হবে।"

আরও পড়ুন

স্লোগানেই জল্পনা! সপুত্র কমল নাথের ছবিতে 'জয় শ্রীরাম' লিখলেন বিজেপি নেতা

'মোরা গোরা অঙ্গ' থেকে 'বিড়ি জ্বালাইলে', জ্ঞানপীঠে সম্মানিত 'ফুরসত কে রাতদিন' খ্যাত বহুমুখী প্রতিভার গুলজার

Last Updated : Feb 18, 2024, 4:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details