পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'যে কোনও সময়ে খুন হতে পারি ', আদালতে আবেদন প্রাক্তন গোয়েন্দার

প্রাণ নিয়ে সংশয়ে রয়েছেন গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্মী বিকাশ যাদব ৷ আদালতে সশরীরে হাজিরা দিতে পারবেন না বলে আদালতে আবেদন জানিয়েছেন ৷

FBI Wanted Former RAW Official Vikash Yadav
পান্নুন খুনে অভিযুক্ত বিকাশ যাদব এফবিআই-এর ওয়ান্টেড তালিকাভুক্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

নয়াদিল্লি, 17 নভেম্বর: তাঁর সব গোপন তথ্য এখন প্রকাশ্যে ৷ যে কোনও মুহূর্তে তাঁকে শত্রুরা হত্যা করতে পারে ৷ এই অবস্থায় প্রাণসংশয়ে ভুগছেন বিকাশ যাদব ৷ আদালত তাঁকে মামলার শুনানিতে সশরীরে হাজিরা থেকে রেহাই দিক, দিল্লির একটি আদালতে এমনই আবেদনে জানিয়েছেন তিনি ৷ আমেরিকা ও কানাডার নাগরিক গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের পরিকল্পনার অভিযোগ উঠেছে বিকাশের বিরুদ্ধে ৷ যদিও এই খুনের চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ৷

কী বলছেন বিকাশ?

আদালতের কাছে বিকাশ যাদবের আবেদন, তাঁর বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। তাঁর ছবি থেকে শুরু করে ঠিকানা ও পরিচয়ের মতো ব্যক্তিগত তথ্যগুলি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ৷ স্বভাবত, এই অবস্থায় তাঁর প্রাণ সংশয়ে রয়েছে ৷ তাঁর শত্রুরা তাঁকে তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে ৷ যে কোনও জায়গা থেকে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে অনবরত ৷ এই পরিস্থিতিতে জীবন বাঁচাতে তিনি আত্মগোপন করে রয়েছেন ৷

ভার্চুয়াল শুনানিতেও আপত্তি

তাঁর আশঙ্কা, যে কোনও সময় যে কোনও জায়গায় তাঁকে হত্যা করা হতে পারে। কয়েকটি সূত্রের দাবি, একসময় ভারতের একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বিকাশ ৷ তিনি নিশ্চিত তাঁকে হত্যা করা হবে ৷ অবস্থা এমনই যে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়াটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ৷ তাতেও শত্রুরা এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে তিনি কোথায় রয়েছেন, তা জানতে পেরে যাবে বলে তাঁর অনুমান ৷ আদালত এই পরিস্থিতির কথা ভেবে তাঁকে হাজিরা থেকে রেহাই দিক ৷ দিল্লির ওই আদালত শনিবার বিকাশ যাদবকে হাজিরা থেকে মুক্তি দিয়েছেন ৷ আগামী বছরের 3 ফেব্রুয়ারি তাঁকে আদালতে উপস্থিত থাকতে হবে ৷

গ্রেফতারি এবং এফডিবিআইয়ের মামলা

সম্প্রতি বিকাশ যাদবের আইনজীবীরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি অস্বীকার করেন ৷ তাঁদের দাবি, বিকাশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি মিথ্যা ৷ আন্তর্জাতিক রাজনৈতিক দ্বন্দ্বের বলি হয়েছেন বিকাশ ৷ গত বছরের ডিসেম্বরে দিল্লি পুলিশের বিশেষ সেল বিকাশ যাদব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ৷ উত্তর-পশ্চিম দিল্লির রোহিণীতে বসবাসকারী এক ব্যবসায়ী বিকাশের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ জানিয়েছিলেন ৷ তার ভিত্তিতেই গ্রেফতার হন বিকাশ ৷ চলতি বছরের মার্চে বিকাশ যাদবের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয় ৷ পরে এপ্রিলে জামিনে মুক্তি পান তিনি ৷ এরপরই এফবিআইয়ের মামলার বিষয়টি প্রকাশ্যে আসে।

ABOUT THE AUTHOR

...view details