পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'পান্নুন মামলায় প্রকাশিত তথ্য অযৌক্তিক-ভিত্তিহীন', ওয়াশিংটন পোস্টের দাবি ওড়াল দিল্লি - Washington Post report on Pannun

MEA on Washington Post report: আমেরিকায় ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে ৷ তাতে পান্নুন খুনে ভারতীয় র' এজেন্টের বিরুদ্ধে আঙুল তোলা হয়েছে ৷ এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল দিল্লি ৷

Gurpatwant Singh Pannun
খালিস্তানি নেতা পান্নুন

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 3:47 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল: একটি গুরুতর বিষয়ে প্রমাণ ছাড়া ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, সাফ জানাল ভারত সরকার ৷ সম্প্রতি 'দ্য ওয়াশিংটন পোস্ট' সংবাদপত্রে প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে, খালিস্তানি শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনের হত্যার নেপথ্যে এক ভারতীয় আধিকারিকের হাত রয়েছে বলে অভিযোগ ৷ এরপর মঙ্গলবারই দিল্লি এর প্রতিবাদ করে পরিষ্কার জানায়, এই খবর একেবারেই সত্য নয় ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীন জয়সওয়াল সোশাল মিডিয়ায় লেখেন, "একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অযৌক্তিক এবং প্রমাণ ছাড়া এ সব তথ্য দেওয়া হয়েছে ৷ আমেরিকার সরকার সুপরিকল্পিত অপরাধ, সন্ত্রাসবাদ নিয়ে যে তথ্য দিয়েছে, তা নিয়ে তদন্ত করছে ভারত সরকার ৷ একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করা হয়েছে ৷ এ বিষয়ে জল্পনাভিত্তিক, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য একেবারেই গ্রহণ করা যায় না ৷"

ওয়াশিংটন পোস্টে পান্নুন খুনে দেশের গোয়েন্দা সংস্থা আরএডব্লিউ-র এক আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছে ৷ তবে এর সুনির্দিষ্ট উৎসের কথা জানানো হয়নি ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "রিপোর্টে ভিত্তিহীন, অযৌক্তিক তথ্য দেওয়া হয়েছে ৷" গত বছর নভেম্বরে আমেরিকা অভিযোগ করে, ভারত সরকারের কর্মচারী নিখিল গুপ্তা খালিস্তানি নেতা পান্নুনের হত্যাকাণ্ডের জন্য দায়ী ৷

এদিকে, গুরপতওয়ান্ত সিং পান্নুন সন্ত্রাসবাদী কার্যকর্মের জন্য ভারতে 'ওয়ান্টেড' তালিকাভুক্ত ছিল ৷ আমেরিকা ও কানাডা-- দুই দেশেরই নাগরিকত্ব ছিল পান্নুনের ৷ গত বছর 7 ডিসেম্বর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার বিষয়ে আমেরিকা যে তথ্যগুলি দিয়েছে, সেগুলি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি তৈরি করেছে ভারত ৷ খালিস্তানপন্থী সংগঠন 'শিখ ফর জাস্টিস'-এর নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের পরিকল্পনায় ভারতীয় নিখিল গুপ্তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. পান্নুন মামলায় হত্যার চক্রীদের ধরতে ভারতের সঙ্গে যোগ রেখে কাজ চলছে: আমেরিকা
  2. পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে খুনের হুমকি পান্নুনের

ABOUT THE AUTHOR

...view details