পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বচ্ছতার কারণ দর্শিয়ে পরীক্ষার একদিন পরেই বাতিল ইউজিসি-নেট পরীক্ষা, সিবিআই তদন্ত, জানাল শিক্ষা মন্ত্রক - UGC NET Cancellation - UGC NET CANCELLATION

UGC-NET Exam: 2024 সালের ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় সরকার ৷ দেশের সাইবার ক্রাইম বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে এই পরীক্ষা নিয়ে কিছু খবর দেয় ৷ তাতে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, ইউজিসি-নেট পরীক্ষায় বেনিয়ম হয়েছে ৷ এতে সিবিআই তদন্তে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রক ৷ এর ফলে অনিশ্চয়তার মুখে পড়ল 11 লক্ষেরও বেশি পরীক্ষার্থী ৷

UGC NET Exam Cancel
বাতিল হল ইউজিসি-নেট পরীক্ষা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 10:29 PM IST

Updated : Jun 19, 2024, 11:10 PM IST

নয়াদিল্লি, 19 জুন: এবার প্রশ্নের মুখে ইউজিসি-নেট পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ৷ বাতিল হল ইউজিসি-নেট পরীক্ষা ৷ বুধবার রাতে শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে 2024 সালের ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই পরীক্ষা পদ্ধতিতে অনিয়ম-বেনিয়ম হয়েছে বলে জানিয়েছে দেশের সাইবার বিভাগ ৷ তাই ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে, জানিয়েছে শিক্ষা মন্ত্রক ৷ উল্লেখ্য ইউজিসি-নেট পরীক্ষাটি হয়েছিল গতকাল ৷ একদিনের মধ্যেই তা বাতিল করল কেন্দ্রীয় সরকার ৷ শুধু তাই নয়, এই বেনিয়মের তদন্ত করবে সিবিআই, জানিয়েছে সরকার ৷

শিক্ষা মন্ত্রকের ওই বিবৃতিতে জানানো হয়েছে, 18 জুন ওএমআর মোডে ইউজিসি-নেট পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ৷ দেশজুড়ে দু'টি ধাপে এই পরীক্ষা হয় ৷ কিন্তু 19 জুন, বুধবার বিশ্ববিদ্যায় মঞ্জুরী কমিশন বা ইউজিসি জানতে পারে, ওই ইউজিসি-নেট পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপস করা হয়েছে ৷ ভারতের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের অধীনে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট, ইউজিসি-কে এই পরীক্ষা সংক্রান্ত কিছু খবর দেয় ৷ তাতে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া যায় যে, এ বছরের ইউজিসি-নেট পরীক্ষায় বেনিয়ম হয়েছে ৷ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারটি স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন ৷

শিক্ষা মন্ত্রকের জারি করা বিবৃতি (ছবি সৌজন্য: এএনআই)

তাই ইউজিসি-নেট পরীক্ষা পদ্ধতির পবিত্রতা এবং সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক 2024 সালের ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ ফের এই পরীক্ষাটি নেওয়া হবে ৷ কবে সেই পরীক্ষা হবে, সেই সংক্রান্ত তথ্য আলাদা করে জানাবে মন্ত্রক ৷ নতুন করে পরীক্ষা নেওয়ার পাশাপাশি 18 জুন হওয়া পরীক্ষায় অনিয়ম-বেনিয়মের তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে, জানানো হয়েছে বিবৃতিতে ৷

এই বিবৃতিতেই ইউজি-নিট পরীক্ষার বিষয়েও জানানো হয়েছে, অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্কসের বিষয়টি নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রক ৷ এছাড়া পটনায় হওয়া পরীক্ষার সময়ে যে বেনিয়মের অভিযোগ উঠেছে, তার জন্য বিহার পুলিশের ইকোনমিক অফেন্সেস ইউনিটের কাছ থেক বিস্তারিত জানতে চাওয়া হয়েছে ৷ সরকার প্রতিটি পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে দায়বদ্ধ ৷ কোনও ত্রুটি ধরা পড়লে সেই সংগঠন বা ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ৷

Last Updated : Jun 19, 2024, 11:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details