নয়াদিল্লি, 28 জানুয়ারি:ভারতীয় মৎস্যজীবীদের ধরতে গিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালাল শ্রীলঙ্কার নৌসেনা ৷ এই ঘটনায় দু'জন মৎস্যজীবী গুরুতর আহত হয়েছেন ৷ মঙ্গলবার ভোররাতে এই গুলি চালনার ঘটনাটি ঘটে ডেলফ্ট দ্বীপ এলাকায় ৷ এরপর এদিনই দ্বীপরাষ্ট্রের শীর্ষস্তরীয় কূটনীতিককে তলব করে ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি চালনার কড়া প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টি জানানো হয়েছে ৷ 28 জানুয়ারি ভোরে ভারত মহাসাগরের ডেলফ্ট দ্বীপ সংলগ্ন অঞ্চলে 13 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করার চেষ্টা করছিল শ্রীলঙ্কার নৌবাহিনী ৷ তাঁরা ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে শ্রীলঙ্কায় ঢুকে পড়ে বলে অভিযোগ ৷ সেই সময় তাঁদের নিশানা করে গুলি চালায় প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের নৌসেনা ৷ ওই মৎস্যজীবীরা তখন সবাই মাছ ধরার নৌকায় ছিলেন ৷ শ্রীলঙ্কার নৌসেনার চালানো গুলিতে তাঁদের মধ্যে 2 জন গুরুতর জখম হয়েছেন ৷ তাঁরা এখন শ্রীলঙ্কার জাফনা টিচিং হাসপাতালে চিকিৎসাধীন, বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷
এছাড়া গুলিতে আরও তিনজন মৎস্যজীবী সামান্য আহত হয়েছেন ৷ তাঁদেরও চিকিৎসা হয়েছে ৷ জাফনায় অবস্থিত ভারতীয় কনসুলেট-এর আধিকারিকরা ওই মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেছেন ৷ আহত ও তাঁদের পরিবারকে সব দিক দিয়ে সাহায্যের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা ৷