পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শিশুর আঙুলের বদলে জিভে অস্ত্রোপচার, চরম গাফিলতি এই মেডিক্যাল কলেজে ! - Tongue operated instead of Finger - TONGUE OPERATED INSTEAD OF FINGER

Tongue operated instead of Finger: চার বছরের এক শিশুর আঙুলের বদলে জিভে অস্ত্রোপচার করার অভিযোগ উঠল ৷ চরম গাফিলতির অভিযোগ উঠেছে কালীকট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷

ETV BHARAT
চরম গাফিলতি কালীকট মেডিক্যাল কলেজের ! (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 3:02 PM IST

কালীকট, 17 মে: চিকিৎসায় বিরাট গাফিলতির অভিযোগ ৷ চার বছরের এক শিশুর আঙুলে অস্ত্রোপচার করতে গিয়ে ভুল করে জিভের অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে কালীকট মেডিক্যাল কলেজের ডাক্তারের বিরুদ্ধে ৷ এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় ৷

জানা গিয়েছে, আজ সকালে কালীকট মেডিক্যাল কলেজে এই ঘটনা ঘটে ৷ কোঝিকোড়ের চেরুভান্নুরের বাসিন্দা আয়েশা রুভার বয়স চার বছর ৷ বৃহস্পতিবার সকালে তার হাতের ষষ্ঠ আঙুলে অস্ত্রোপচারের জন্য তাকে কালীকট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সকাল 9টা নাগাদ সেই শিশুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় ৷ তবে অস্ত্রোপচারের পর তাকে যখন ওটি থেকে বের করে আনা হয়, তখন দেখা যায় তার মুখে তুলো ভর্তি ৷ আর হাতের ষষ্ঠ আঙুলটি আগের মতোই রয়েছে ৷

এতেই সন্দেহ হওয়ায় আয়েশার বাবা-মা ডাক্তারকে জিজ্ঞাসা করেন বিষয়টা ঠিক কী ৷ তখনই চিকিৎসক এক অদ্ভুত যুক্তি দেখান বলে অভিযোগ ৷ তিনি বলেন, শিশুটির জিভে একটি ব্লক ছিল এবং সেখানে অস্ত্রোপচার করা হয়েছে । কিন্তু তার ভুল বুঝতে পেরে ডাক্তার পরে আয়েশার বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন বলে জানা গিয়েছে । এ দিকে, মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক তদন্ত শুরু করেছেন ।

উল্লেখ্য, কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসায় গুরুতর গাফিলতির একটি ঘটনা ঘটেছিল দিনকয়েক আগেই ৷ অস্ত্রোপচারের সময় রোগীর পেটের ভেতর কাঁচি আটকে গিয়েছিল ৷ এই ঘটনার বিচারের জন্য এখন লড়াই চালাচ্ছেন সেই রোগী ৷

আরও পড়ুন:

  1. মেয়রের দ্বারস্থ হওয়ার পর এবার নবান্নে যাওয়ার হুঁশিয়ারি প্রসূতির পরিবারের
  2. চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে
  3. ফের সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details