পশ্চিমবঙ্গ

west bengal

কংগ্রেসের চাহিদা 10-12টা আসন, দলকে একলা লড়ার প্রস্তুতির নির্দেশ মমতার

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 10:01 PM IST

Mamata Banerjee: বিজেপিকে গদি থেকে হঠাতে 'ইন্ডিয়া' জোট গঠন হয়েছিল ৷ এদিকে লোকসভা নির্বাচনের দিন এগিয়ে এলেও আসন বণ্টনের বিষয়টি স্পষ্ট নয় ৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে একাই লড়ার সিদ্ধান্ত নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 23 জানুয়ারি: লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ এপ্রিল মাসে ভোট হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে ৷ এদিকে এখনও 'ইন্ডিয়া' জোটের আসন বণ্টন নিয়ে কোনও রফাসূত্র প্রকাশ্যে আসেনি ৷ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী এই জোটের বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন ৷ তাঁর অভিযোগ জোটে অন্যতম প্রধান দল কংগ্রেস সিপিএমকে গুরুত্ব দিচ্ছে ৷

মঙ্গলবার বীরভূম জেলার সাংগঠনিক বৈঠকে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোটের প্রসঙ্গ ওঠে ৷ সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বলেন, "আমরা 'ইন্ডিয়া' জোটে আছি ৷ কংগ্রেসকে আমরা বলেছিলাম দুটো আসন ছাড়ব ৷ কিন্তু ওরা আটটা-দশটা-বারোটা-চোদ্দোটা আসন চাইছে ৷ আমরা দুটোর বেশি ছাড়ব না ৷" এখানেই থামেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ তিনি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন, তারা আসনগুলি বিজেপি, সিপিএমের হাতে তুলে দিতে চাইছে ৷ মমতা বলেন, "দরকার হয়, একাই লড়ব ৷ আপনারা তৈরি হন ৷ একাই লড়তে হবে ৷"

এদিন মুখ্যমন্ত্রী জেলার দুই আসনে প্রার্থীদের জেতানোর জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন ৷ প্রসঙ্গত সোমবার ইন্ডিয়া জোটে অসম্মানিত হওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, জোটের নামকরণ তাঁর পরামর্শ মতো হলেও বৈঠকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সিপিএমকে ৷ সিপিএম-আইএসএফ-সহ স্থানীয় শক্তিগুলির সুবিধে করে দিতে গিয়ে আসলে বিজেপিরই সুবিধে করে দেওয়া হচ্ছে ৷ এদিন ফের কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷

সূত্রের খবর, তিনি দলের নেতাদের বলেন, "তৃণমূলের পরামর্শ ছিল, গোটা দেশে কংগ্রেস 300টি আসনে লড়াই করবে ৷ বাকি ক্ষেত্রে আঞ্চলিক দলগুলি যে যেখানে যে শক্তিশালী, তার উপর নির্ভর করুক ৷ কিন্তু কংগ্রেস 350টিরও বেশি আসনে লড়াই করতে চাইছে ৷" সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, বাকি দলগুলি তাহলে কী করবে !

তৃণমূলের এক শীর্ষ নেতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ইন্ডিয়া জোটের পক্ষে ৷ কিন্তু যুক্তিহীন দর কষাকষি তৃণমূল মানবে না ৷ সেক্ষেত্রে এ রাজ্যে তৃণমূল একলা লড়াই করবে ৷ অতীতে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একলা লড়েই তো জিতেছে তৃণমূল ৷ এবারও একলাই বিজেপিকে হারাবে দল ৷

মঙ্গলবারই তৃণমূল নেত্রীর এই বক্তব্য সূত্র মারফত প্রকাশ্যে এসেছে ৷ এদিকে আজই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি জোটের পক্ষেই সওয়াল করেছেন ৷ তিনি তৃণমূল নেত্রীর সঙ্গে কংগ্রেসের সুসম্পর্কের কথাই বলেছেন ৷ যদিও রাহুল গান্ধির এই বক্তব্য নিয়ে দলনেত্রীর কি প্রতিক্রিয়া তা জানা যায়নি ৷ দলের এক প্রবীণ সাংসদকে এনিয়ে প্রশ্ন করা হলে, তিনিও এ বিষয়ে কোনও জবাব দেননি ৷ তবে সূত্রের খবর, এ রাজ্যে তৃণমূল একলা লড়াইয়ের জন্যই প্রস্তুত হচ্ছে ৷ যাতে শেষ মুহূর্তে জোট না হলে সাংগঠনিকভাবে কোনও ধাক্কা না খেতে হয় ৷

আরও পড়ুন:

  1. ইন্ডিয়া জোটে মোহভঙ্গ মমতার ! অপমানিত হয়েছি, অভিযোগ মুখ্যমন্ত্রীর গলায়
  2. বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা
  3. 'আমার সঙ্গে মমতাজির ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো', 'ইন্ডিয়া' জোট নিয়ে রাহুল

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details