নয়াদিল্লি/তিরুপতি, 10 ফেব্রুয়ারি:শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া বিখ্যাত তিরুপতি লাড্ডুতে ভেজালের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি)। যাঁদের গ্রেফতার করা হল তাঁরা হলেন, বিপিন জৈন, পোমিল জৈন, অপূর্ব চাভদা এবং রাজু রাজশেখরন।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর, সিবিআই গত বছরের নভেম্বরে তিরুপতি লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহারের অভিযোগের তদন্ত করার জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ দল গঠন করে। এই দলে কেন্দ্রীয় সংস্থার দুজন, অন্ধ্রপ্রদেশ পুলিশের দুজন এবং ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষের (FSSAI) একজন কর্তা ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, যাঁদের গ্রেফতার করা হল তাঁরা হলেন ভোলে বাবা ডেয়ারির প্রাক্তন পরিচালক বিপিন জৈন এবং পোমিল জৈন, বৈষ্ণবী ডেয়ারির অপূর্ব চাভদা এবং এআর ডেয়ারির রাজু রাজশেখরন।