পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মন্দিরে ঘি সরবরাহে একাধিক অনিয়ম ! তিরুপতি লাড্ডু কাণ্ডে গ্রেফতার 4 - TIRUPATI LADDU CASE

সূত্রের খবর, সিবিআই-এর নেতৃত্বাধীন SIT তদন্তে ঘি সরবরাহের প্রতিটি পর্যায়ে অনিয়মের প্রমাণ পেয়েছে৷ এর পরই এই ঘটনায় 4 ডনকে গ্রেফতার করা হয়েছে।

Tirupati Laddu Case
তিরুপতি লাড্ডু কাণ্ডে গ্রেফতার 4 (ইটিভি ভারত)

By PTI

Published : Feb 10, 2025, 8:55 AM IST

নয়াদিল্লি/তিরুপতি, 10 ফেব্রুয়ারি:শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া বিখ্যাত তিরুপতি লাড্ডুতে ভেজালের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি)। যাঁদের গ্রেফতার করা হল তাঁরা হলেন, বিপিন জৈন, পোমিল জৈন, অপূর্ব চাভদা এবং রাজু রাজশেখরন।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর, সিবিআই গত বছরের নভেম্বরে তিরুপতি লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহারের অভিযোগের তদন্ত করার জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ দল গঠন করে। এই দলে কেন্দ্রীয় সংস্থার দুজন, অন্ধ্রপ্রদেশ পুলিশের দুজন এবং ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষের (FSSAI) একজন কর্তা ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, যাঁদের গ্রেফতার করা হল তাঁরা হলেন ভোলে বাবা ডেয়ারির প্রাক্তন পরিচালক বিপিন জৈন এবং পোমিল জৈন, বৈষ্ণবী ডেয়ারির অপূর্ব চাভদা এবং এআর ডেয়ারির রাজু রাজশেখরন।

সূত্রের খবর, সিবিআই-এর নেতৃত্বাধীন SIT তদন্তে ঘি সরবরাহের প্রতিটি পর্যায়ে অনিয়মের প্রমাণ পেয়েছে, যার ফলে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন যে, বৈষ্ণবী ডেয়ারির কর্তারা মন্দিরে ঘি সরবরাহের জন্য এআর ডেয়ারির নামে টেন্ডার সংগ্রহ করেছিলেন এবং টেন্ডার প্রক্রিয়াটি কারসাজি করার জন্য জাল রেকর্ড তৈরির কাজেও জড়িত ছিলেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সেপ্টেম্বরে দাবি করেছিলেন যে, রাজ্যের পূর্ববর্তী ওয়াইএস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন সরকারের সময় তিরুপতি লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হতো। গত বছর এনডিএ আইনসভা দলের বৈঠকে নাইডু অভিযোগ করেছিলেন যে, পূর্ববর্তী ওয়াইএসআরসিপি সরকার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরকেও রেহাই দেয়নি এবং লাড্ডু তৈরিতে নিম্নমানের উপাদান এবং পশুর চর্বি ব্যবহার করেছিল। এই অভিযোগের পর গোটা দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়।

আরও পড়ুন
তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি ! পুরো রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা
রাজনীতি নয়, তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি তদন্তে সুপ্রিম কোর্টের সিট

ABOUT THE AUTHOR

...view details