মেরঠ, 1 সেপ্টেম্বর: দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ ৷ তাকে বাঁচাতে গেলে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালাল অভিযুক্তরা ৷ এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে ৷ জানা গিয়েছে, 15 বছরের এক দলিত কিশোরী ক্ষেতের দিকে যাচ্ছিল ৷ সেই সময় তাকে তিন যুবক অপহরণ করে৷ এরপর তারা নাবালিকার হাত-পা বেঁধে গণধর্ষণ করে বলে অভিযোগ । তাতেও তারা ক্ষান্ত হয়নি ৷
এই ঘটনা ঘটানোর পর 24 ঘণ্টা কিশোরীকে আটকে রাখে অভিযুক্তরা ৷ নাবালিকা প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় । এদিকে সারাদিন ঘরে না ফেরায় পরিবারের সদস্য ও গ্রামবাসীরা কিশোরীর খোঁজে জঙ্গলে যায় ৷ সেখানে অভিযুক্তরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় । পরে পালিয়ে যায় ওই তিন যুবক । পুলিশ মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে ।
পুলিশের কাছে জমা পড়া অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, নাবালিকার বাবা পেশায় শ্রমিক । তাঁর রোজগারেই সংসার চলে ৷ মেয়ে একাদশ শ্রেণিতে পড়ে ৷ বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ শৌচকার্যের জন্য জঙ্গলে গিয়েছিল। সেই সময় ওই গ্রামের দু'জন ও অন্য গ্রামের এক যুবক মিলে তাঁর মেয়েকে হুমকি দিয়ে অপহরণ করে ৷ এরপর তারা মেয়েটিকে গ্রামের কাছের অন্য একটি জঙ্গলে নিয়ে যায় । সেখানেই তাকে তিনজন মিলে গণধর্ষণ করে ৷