গোপালগঞ্জ (বিহার), 5 এপ্রিল: বিহারের গোপালগঞ্জ থেকে তিন আন্তর্জাতিক সাইবার অপরাধীকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজন আবার পশ্চিমবঙ্গের মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ গোপালগঞ্জে উত্তরপ্রদেশ-বিহার সীমানার কুচায়কোটের বলথারি চেকপোস্টে গাড়িতে তল্লাশির সময় ওই তিন সাইবার অপরাধীকে আটক করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণে সিম কার্ড ও নেপালের মুদ্রা উদ্ধার করা হয়েছে ৷
আন্তর্জাতিক সাইবার অপরাধী গ্রেফতার: পুলিশের তরফে জানানো হয়েছে, কুচায়কোটের বলথারি চেকপোস্টে তল্লাশি চলছিল ৷ সেই সময় একটি গাড়িতে তল্লাশির সময় পুলিশ একাধিক সংস্থার অসংখ্য সিমকার্ড উদ্ধার করে ৷ অতগুলি সিমকার্ড মিলতেই, গাড়িতে সওয়ার তিনজনকে নামানো হয় ৷ গাড়িটিকে রাস্তার একপাশে নিয়ে গিয়ে এরপর খানা তল্লাশি শুরু হয় ৷ আর তাতেই নেপালের মুদ্রা উদ্ধার করে বিহার পুলিশ ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্তর্জাতিক সাইবার অপরাধের সঙ্গে জড়িত ৷
ধৃত তিনজনের মধ্যে একজন পশ্চিমবঙ্গের মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ তাঁরা হলেন, কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা বেলাল শেখের ছেলে মহম্মদ আসমাউল শেখ, বয়স 24 বছর ৷ আরেকজন বিহারের ব্রোমতোর বাসিন্দা রিয়াজুল শেখের ছেলে, মহম্মদ ইকবাল হুসেন (34) ৷ তৃতীয়জন মসিমপুরের বাসেত আলমের ছেলে নূর আলম (39) ৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনের কারণে বিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ সেই তল্লাশি অভিযানে এই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
গোপালগঞ্জের পুলিশ সুপার স্বর্ণ প্রভাত বলেন, "লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে ৷ উত্তরপ্রদেশ থেকে আসা সমস্ত গাড়িকে খুঁটিয়ে তল্লাশি করা হচ্ছে ৷ সেইরকম তল্লাশির সময়, কুচায়কোট থানা এলাকায় ইউপি-বিহারের বলথারি চেকপোস্টে পশ্চিমবঙ্গের নম্বর প্লেট লাগানো একটি গাড়িকে থামানো হয় ৷ তল্লাশি চালিয়ে বিভিন্ন মোবাইল কোম্পানির 8 হাজার 774টি সিম কার্ড-সহ 18 হাজার 800 নেপালের মুদ্রা উদ্ধার করা হয়েছে ৷ গাড়িতে থাকা তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ গাড়িটিকেও পুলিশ আটক করেছে ৷"
আরও পড়ুন:
- সাবধান! পাবলিক প্লেসের চার্জিং পয়েন্ট ব্যবহারে সমূহ বিপদ
- ডিজিটাল প্রতারণা থেকে বাঁচার অন্যতম উপায় সতর্কতা অবলম্বন করা