নয়াদিল্লি, 21 জুন: দু’দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সফরের শুরুতেই আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ এই বৈঠক নিয়ে বিদেশমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, "দু’দেশের বিশেষ সম্পর্ককে আরও উন্নত করতে শেখ হাসিনার পথ নির্দেশ আমাদের সমৃদ্ধ করবে ৷" শনিবার ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে ৷ সেখানে দুই দেশের একাধিক চুক্তি ও বিদেশনীতিকে আরও মজবুত করার বিষয়ে আলোচনা হবে ৷
এদিন হাসিনার রাষ্ট্রীয় সফর নিয়ে বিদেশমন্ত্রী লেখেন, "আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত ৷ ভারতে তাঁর রাষ্ট্রীয় সফর আমাদের ঘনিষ্ঠ ও চিরস্থায়ী সম্পর্কের একটি প্রতীক ৷ দু’দেশের বিশেষ সম্পর্ককে আরও উন্নত করতে শেখ হাসিনার পথ নির্দেশ আমাদের সমৃদ্ধ করবে ৷"