পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করার বার্তা - SHEIKH HASINA - SHEIKH HASINA

Bangladesh Prime Minister Sheikh Hasina on two-day state visit to India: ভারতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ যার প্রথমদিনেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিশেষ বৈঠক করলেন তিনি ৷ হাসিনার সঙ্গে সেই সাক্ষাৎ নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্টও করলেন জয়শঙ্কর ৷ আগামিকাল দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ৷

ETV BHARAT
ভারতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Jun 21, 2024, 8:41 PM IST

Updated : Jun 21, 2024, 10:26 PM IST

নয়াদিল্লি, 21 জুন: দু’দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সফরের শুরুতেই আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ এই বৈঠক নিয়ে বিদেশমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, "দু’দেশের বিশেষ সম্পর্ককে আরও উন্নত করতে শেখ হাসিনার পথ নির্দেশ আমাদের সমৃদ্ধ করবে ৷" শনিবার ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে ৷ সেখানে দুই দেশের একাধিক চুক্তি ও বিদেশনীতিকে আরও মজবুত করার বিষয়ে আলোচনা হবে ৷

এদিন হাসিনার রাষ্ট্রীয় সফর নিয়ে বিদেশমন্ত্রী লেখেন, "আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত ৷ ভারতে তাঁর রাষ্ট্রীয় সফর আমাদের ঘনিষ্ঠ ও চিরস্থায়ী সম্পর্কের একটি প্রতীক ৷ দু’দেশের বিশেষ সম্পর্ককে আরও উন্নত করতে শেখ হাসিনার পথ নির্দেশ আমাদের সমৃদ্ধ করবে ৷"

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে দুই দেশের সম্পর্ক যথেষ্ঠ ভালো ৷ বিশেষত, বাংলাদেশের উন্নয়ন-সহ নানান ক্ষেত্রে ভারতের অবদান শুরু থেকে ছিল ৷ সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে একাধিক রেল যোগাযোগ, সেই সম্পর্ককে আরও পোক্ত করেছে ৷ যেখানে জলপাইগুড়ি দিয়ে ভারত-বাংলাদেশের ফ্রেট-করিডর উল্লেখযোগ্য ৷

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য চুক্তি করতে পারে ৷ শেখ হাসিনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও দেখা করবেন ৷

Last Updated : Jun 21, 2024, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details