নয়াদিল্লি, 4 ডিসেম্বর: পশ্চিমবঙ্গের বিজেপি নেতা কবীর শঙ্কর বসুর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার তদন্ত রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই-এর হাতে স্থানান্তর করেছে। 2020 সালে এফআইআর দায়ের করা হয়েছিল বিজেপি নেতার বিরুদ্ধে ৷ তৃণমূল কর্মীদের আক্রমণ এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ সেই মামলাতেই বুধবার সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের হাত থেকে মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দিয়েছে ৷
বিজেপি নেতার বিরুদ্ধে মারধর-শ্লীলতাহানির মামলা, তদন্তভার সিবিআই-কে দিল সুপ্রিম কোর্ট - CASES AGAINST BJP LEADER TO CBI
মামলার তদন্ত রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই-এর হাতে স্থানান্তর করেছে শীর্ষ আদালত।
Published : Dec 4, 2024, 1:27 PM IST
বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ এই রায় দিয়েছে ৷ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে বলে কবীর শঙ্কর বসু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালত মামলার শুনানিতে নির্দেশ দিয়েছে "দুটি এফআইআর-এর সঙ্গে সিবিআই-এর কাছে তদন্তের যাবতীয় কাগজপত্র হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশকে ৷ সমস্ত রেকর্ডও তাদের কাছে দিতে হবে ৷ যাতে প্রয়োজনে দ্রুত বিচার শুরু করা যায় এবং সব পক্ষগুলির কথা শুনে দ্রুত ন্যায়বিচার করা যায় ৷" বেঞ্চ আরও জানায়, রিট পিটিশন সেই অনুযায়ী অনুমোদিত হয় ৷ কবীর শঙ্কর বসুর দায়ের করা আবেদনও মঞ্জুর করেছে শীর্ষ আদালত ৷ এ বিষয়ে বিস্তারিত রায় পরদিন আপলোড করা হবে বলেও জানা গিয়েছে সুপ্রিম কোর্ট সূত্রে।
কবীর বসু অভিযোগ করেছেন, মামলাগুলি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাজিয়েছেন ৷ তিনি আরও দাবি করেছেন যে, 2020 সালের ডিসেম্বরের ঘটনার দিন তাঁকে বেআইনিভাবে তাঁর বাড়ি ছাড়তেও বাধা দেওয়া হয়েছিল। 2021 সালের জানুয়ারিতে সর্বোচ্চ আদালত তাঁর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার কার্যক্রমই স্থগিত রেখেছিল।