নয়াদিল্লি, 20 অগস্ট: কলকাতা হাইকোর্টের একটি রায় মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ 2023 সালের অক্টোবরের সেই রায়ে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই সঙ্গে হাইকোর্ট তার পর্যবেক্ষণে, কিশোরীদের 'যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ' করার পরামর্শ দিয়েছিল ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজের পাশাপাশি, পকসো আইনে একাধিক নির্দেশ দিয়েছে ৷
ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি অভয় এস ওকা এদিন রায় ঘোষণা করেন ৷ এমনকি আদালতের রায় কীভাবে লিখতে হবে, সে নিয়েও নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ কলকাতা হাইকোর্টের রায়ের সমালোচনা করে তাঁর মন্তব্য ছিল, "কলকাতা হাইকোর্টের বেশ কিছু পর্যবেক্ষণ অত্যন্ত আপত্তিকর এবং সম্পূর্ণ অযৌক্তিক ৷" এই মামলা নিয়ে হাইকোর্টের রায় নিয়ে রাজ্য সরকারও আপত্তি জানিয়েছিল ৷ উল্লেখ্য়, 2023 সালের 18 অক্টোবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায় ঘোষণা করে ৷