পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুকমায় গ্রেফতার কট্টর মাওবাদী নেত্রী, যার নাম জড়িয়ে শতাধিক মানুষের হত্যায় - FEMALE NAXALITE ARRESTED - FEMALE NAXALITE ARRESTED

FEMALE NAXALITE ARRESTED: ছত্তিশগড়ের সুকমায় ব্যাপক সাফল্য নিরাপত্তা বাহিনীর ৷ শতাধিক সেনা জওয়ান ও সাধারণ মানুষকে হত্যায় জড়িত এক কট্টর মহিলা মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ । সে 2013 সালের ঝিরাম উপত্যকায় হামলায় জড়িত ছিল ।

ETV BHARAT
সুকমায় গ্রেফতার কট্টর মাওবাদী নেত্রী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 2:46 PM IST

সুকমা, 11 অগস্ট: ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলা থেকে গ্রেফতার করা হল এক কট্টর মাওবাদী নেত্রীকে ৷ জানা গিয়েছে, সে 2013 সালে ঝিরাম মাওবাদী হামলা এবং শতাধিক সেনা জওয়ান ও সাধারণ মানুষকে হত্যার ঘটনায় জড়িত । এই মাওবাদী নেত্রীর সম্পর্কে তথ্য দিলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার ।

সুকমার এএসপি নিখিল রাখেচা জানান, 10 অগস্ট গাদিরাস থানা থেকে জেলায় কর্তব্যরত বাহিনীর একটি দল ইটপাল এবং মানকাপাল এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালায় ৷ তল্লাশি অভিযানের সময়, গ্রামের ব্রিজের কাছে সন্দেহভাজন মহিলাকে দেখে আটক করা হয় ৷ জিজ্ঞাসাবাদে সেই মহিলা মাওবাদী সংগঠনে কাজ করার কথা স্বীকার করে।

নিখিল রাখেচার কথায়, "গ্রেফতার করা মাওবাদী নেত্রীর নাম মাধবী দেব (28 বছর) ৷ সে মাওবাদী সংগঠনের দরভা বিভাগের মালেঙ্গার এরিয়া কমিটির অধীনে পালানার এলওএস কমান্ডার/এসিএম পদে নিযুক্ত ছিল । ছত্তিশগড় সরকার তার উপর 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল । তাকে গ্রেফতার করার পর গাদিরাস থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিচার বিভাগীয় রিমান্ডে জেলে পাঠানো হয়েছে ।" ধৃত মাওবাদী নেত্রীর থেকে টিফিন বোমা-সহ বিস্ফোরক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পুলিশের উপর হামলার উদ্দেশ্যেই এই বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হচ্ছিল ।

ছত্তিশগড় ও ওড়িশার যে সব মাওবাদী হামলার ঘটনায় জড়িত ধৃত মাধবী:

2011-12 সালে বস্তার জেলায় মাওবাদী হামলায় জড়িত, যেখানে শহিদ হয়েছিলেন 4 জওয়ান

2012 সালে দিলমিলিতে অ্যাসফল্ট প্লান্ট ও ক্রাশার প্ল্যান্টে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিল মাধবী

2013 সালে কংগ্রেসের পরিবর্তন যাত্রার সময় ঝিরাম ভ্যালি হামলায় জড়িত ছিল । ঝিরাম হামলায় এক কংগ্রেস নেতা এবং একজন সৈনিক-সহ 32 জন নিহত হন

2014 সালে তাকওয়াদা হামলার ঘটনায় জড়িত ছিল। সেই হামলায় শহিদ 15 জন জওয়ান এবং মৃত 1 সাধারণ মানুষ

2016 সালে ময়লাওয়াড়ার ঘটনায় জড়িত ছিল । ঘটনায় শহিদ 9 জওয়ান

2017 সালে বোরকাপালের ঘটনায় জড়িত । সেখানে শহিদ হন 25 জওয়ান এবং আহত হন 5 সেনা

2018 সালে দান্তেওয়াড়া মাদ্দাদি আইইডি বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল । শহিদ হন 7 জন জওয়ান এবং 5 অস্ত্র লুট

2018 সালে আরানপুরের ঘটনায় জড়িত ছিল । মৃত এক সাংবাদিক ও শহিদ 2 সেনা

2019 সালে দান্তেওয়াড়া আইইডি বিস্ফোরণে জড়িত । বিধায়কের মৃত্যু, শহিদ 4 জওয়ান

2020 সালে মীনপা হামলায় জড়িত । শহিদ 17 জন সেনা আহত 15 জন জওয়ান

এর পাশাপাশি ধৃত মহিলা মাওবাদী আরও অনেক মাওবাদী হামলার ঘটনার সঙ্গে জড়িত । এর মধ্যে রয়েছে খুন, ডাকাতি, অগ্নিসংযোগ, আইইডি বিস্ফোরণ, গুলিবর্ষণের মতো ঘটনা ।

ABOUT THE AUTHOR

...view details