গুয়াহাটি, 11 জুলাই: সরকারি কর্মচারীদের বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে বিশেষ ছুটি দিচ্ছে অসম সরকার ৷ 2021 সাল থেকে এই ব্যবস্থা চালু হয়েছে ৷ 'মাতৃ-পিতৃ বন্দনা' প্রকল্পের মাধ্যমে বিশেষ ক্যাজুয়াল লিভ পাচ্ছেন অসমের সরকারি কর্মচারীরা ৷
'বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে সময় কাটান', অসমে সরকারি কর্মীদের বিশেষ ছুটি মুখ্যমন্ত্রীর - Special Leave in Assam - SPECIAL LEAVE IN ASSAM
Special Leave to Assam Government Employees: বৃদ্ধ বাবা-মা বা শ্বশুর-শাড়ির সেবা-যত্ন থেকে শুরু করে তাঁদের দেখাশোনার জন্য বিশেষ ছুটির কথা জানাল অসম সরকার ৷ এবছর নভেম্বর মাসে এই প্রকল্পে দুদিন ছুটি পাবেন অসম সরকারের কর্মীরা।
Published : Jul 11, 2024, 9:27 PM IST
চলতি বছরেও এই বিশেষ ছুটির ব্যবস্থা করেছে অসম সরকার ৷ প্রৌঢ় মা-বাবার সেবা, পরিচর্যার জন্য এ বছরের 6 ও 8 নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের বিশেষ ছুটি দিয়েছে রাজ্য সরকার ৷ উল্লেখ্য, এই বিশেষ দু'দিনের ছুটি ছাড়াও ঘটনাচক্রে আরও তিনটি সাধারণ ছুটি পেয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা ৷ 7 নভেম্বর ছট পুজোর ছুটি । 9 নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার । 10 নভেম্বর রবিবার । ফলে সবমিলিয়ে পাঁচদিনের লম্বা ছুটি পাবেন তাঁরা। রাজ্য সরকারের তথ্য এবং জনসংযোগ সঞ্চালকালয় অৰ্থাৎ ডিরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশন্স সূত্রে খবর, কর্মীরা মাতৃ-পিতৃ বন্দনাপোর্টালের মাধ্যমে বিশেষ ছুটির জন্য আবেদন করতে পারবেন ৷
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার বছর দুয়েক আগে একটি নতুন প্রকল্প চালু করেছিল । যাতে সরকারি কর্মীরা বছরে দু'দিন তাঁদের বাবা-মা বা শ্বশুর-শাশুড়ির সঙ্গে কাটাতে পারেন। 2021 সালে ক্যাবিনেট বৈঠকের এই সিদ্ধান্ত হয় ৷ প্রকৃতপক্ষে এই প্রকল্পের উদ্দেশ্য হল বাবা-মা এবং শ্বশুরবাড়ির প্রতি সন্তানের দায়িত্ব পালন ৷ প্রৌঢ় বাবা-মা-শ্বশুর-শাশুড়ির যত্ন নেওয়া, তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করা ৷ সর্বোপরি তাঁদের সঙ্গে সময় কাটানো ৷ তবে কোনও সরকারি কর্মচারীর পিতা-মাতা ও শ্বশুর-শাশুড়ির অবৰ্তমানে তাঁর ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না ৷ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মচারীরা যেন ব্যক্তিগত অবসর বা অন্য কোনও কাজে এই বিশেষ ছুটির সুযোগ না নেন ৷ মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন ৷