নয়াদিল্লি, 8 জুন:দেশকে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন নরেন্দ্র মোদি। সর্বসম্মতভাবে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়ে এমনই দাবি করলেন সোনিয়া গান্ধি। তাঁর কটাক্ষ, নির্বাচনে বিপর্যয়ের দায় নেওয়ার বদলে মোদি এখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি সারতেই ব্যস্ত।
সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেসের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে কথা বলার সময় শনিবার সোনিয়া জানান, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী দেশকে বলতেন তাঁকে সমর্থন করার জন্য। বিজেপি বা এনডিএ-র শরিক দলকে সমর্থনের কোনও উল্লেখ তাঁর ভাষণে থাকত না। আর তাই নির্বাচনের এই ফল প্রধানমন্ত্রীর নৈতিক পরাজয়। সোনিয়ার কথায়, " দেশের জনগণের যে সমর্থন পাওয়ার কথা প্রধানমন্ত্রী বলতেন তা তিনি পাননি। আর তাই দেশকে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকাররও তিনি হারিয়েছেন। তবে দায় স্বীকার না করে তিনি এখন শপথগ্রহণের প্রস্ততি সারছেন। " পাশাপাশি আরও একবার মোদির দেশ পরিচালনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন সোনিয়া। তাঁর দাবি, কংগ্রেস আশা করে না মোদি দেশ পরিচালনের পদ্ধতিতে কোনও বদল আনবেন। আর তাই শরিকদের সঙ্গে নিয়ে কংগ্রেস মানুষের দাবিতে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে।