রায়পুর, 8 অক্টোবর: কয়েকশো কিলো ওজনের রুপো বাজেয়াপ্ত করল পুলিশ ৷ ওই রুপোর ওজন 928 কিলো ৷ সাইবার ক্রাইম এবং সাইবার ইউনিটের যৌথ একটি দল এই অভিযান চালিয়েছে ৷ রায়পুর পুলিশ এই মামলাটি জিএসটি-র কাছে হস্তান্তর করে দিয়েছে ৷ যার কাছ থেকে এই বিপুল পরিমাণ রুপো পাওয়া গিয়েছে, তার কাছে এর প্রয়োজনীয় নথি ছিল না ৷ তাই পুলিশ রুপো বাজেয়াপ্ত করে ৷ ঘটনাটি ঘটেছে মৌদহাপারা থানা এলাকায় ৷
8 কোটির বিপুল রুপো বাজেয়াপ্ত, তদন্তে নামল জিএসটি - SILVER SEIZED
দেশজুড়ে চলছে উৎসবের আবহ ৷ এর মধ্যে ছত্তিশগড়ের পুলিশ নিয়মিত যানবাহন পরীক্ষা-নিরীক্ষা করছে ৷ তাতেই মিলেছে বিপুল পরিমাণ রুপো ৷
Published : Oct 8, 2024, 11:47 AM IST
রায়পুর পুলিশের অতিরিক্ত এসপি লখন প্যাটেল সংবাদমাধ্যমে এই খবরটি দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, রায়পুরে গাড়ি পরীক্ষা করা হচ্ছিল ৷ সেই সময়, 928 কিলো রুপো পাওয়া গিয়েছে ৷ একটি গাড়িতে 51টি কার্টুনে করে ওই রুপো নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সানি কুমার সিং নামের এক ব্যক্তি গাড়িতে করে ওই বিপুল পরিমাণ রুপো নিয়ে যাচ্ছিল ৷ তিনি রায়পুরের ডিডি নগরের বাসিন্দা ৷ পুলিশ তাঁকে রুপোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিছুই বলতে পারেননি ৷ এরপর পুলিশ ওই রুপো বাজেয়াপ্ত করে এবং মামলাটি জিএসটি দলের কাছে হস্তান্তর করে ৷
জানা গিয়েছে, উৎসবের মরশুমেও সক্রিয় রায়পুর পুলিশ ৷ এই সময়েও শহরের বিভিন্ন জায়গায় গাড়িগুলি পরীক্ষা করা হচ্ছে ৷ আর তাতেই এই সাফল্য পাওয়া গিয়েছে ৷ গাড়ির পাশাপাশি দু'চাকার যানেও তল্লাশি চালানো হচ্ছে ৷ তেমনই একটি তদন্তে গাড়ি পরীক্ষা করে এই বিপুল রুপো বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷