নয়াদিল্লি, 10 এপ্রিল:ভিস্তারার পর এবার সমস্য়ায় পরতে চলছেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা ৷ পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং পোশাক সংক্রান্ত তাঁদের দাবি পূরণ না হলে আগামী 23 এপ্রিল ধর্মঘটের হুমকি দিল কর্মচারী ইউনিয়ন এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসসেস লিমিটেড (এআইইএসএল) ৷
ইউনিয়নের তরফে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে এআইইএসএল-এর সিইও এবং কোম্পানির হিউম্যান রিসোর্স দফতরের প্রধানকে ৷ চিঠিতে লেখা রয়েছে, "সাম্প্রতিক সময়ে কোম্পানির নতুন নিয়মে স্থায়ী এবং সমতুল্য কর্মচারীদের মধ্যে বৈষম্যের স্পষ্ট নিদর্শন রয়েছে ৷ কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগের এই অভাব কর্মীদের মধ্যে অস্থিরতা এবং অসন্তোষের সৃষ্টি করেছে ৷ সেইসঙ্গে, টেকনিশিয়ানদের নোটিশের সময় এক মাসের পরিবর্তে তিন মাস এবং বিভিন্ন অনুমতির জন্য যারা শংসাপত্র দেন তাঁদের নোটিশের সময় 6 মাস করায় কর্মীদের মধ্যে 'বিভ্রান্তি এবং ক্ষোভ' তৈরি হয়েছে । এই সমস্যার দ্রুত সমাধান না করা হলে কর্মচারীরা কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে লেখা রয়েছে চিঠিতে ৷