পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্মক্ষেত্রে বৈষম্য! ধর্মঘটের হুমকি এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের - Air India

Air India Employees to Strike: 5000 জনেরও বেশি কর্মচারী রয়েছে এআইইএসএল-এর ৷ এবার সেই সংস্থার কর্মচারী ইউনিয়ন ধর্মঘটের হুমকি দিল ৷ তাঁদের পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং পোশাক সংক্রান্ত দাবি পূরণ না হলে আগামী 23 এপ্রিল ধর্মঘটে বসবেন তাঁরা ৷

Air India Employees to Strike
ধর্মঘটের হুমকি এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 6:58 PM IST

নয়াদিল্লি, 10 এপ্রিল:ভিস্তারার পর এবার সমস্য়ায় পরতে চলছেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা ৷ পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং পোশাক সংক্রান্ত তাঁদের দাবি পূরণ না হলে আগামী 23 এপ্রিল ধর্মঘটের হুমকি দিল কর্মচারী ইউনিয়ন এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসসেস লিমিটেড (এআইইএসএল) ৷

ইউনিয়নের তরফে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে এআইইএসএল-এর সিইও এবং কোম্পানির হিউম্যান রিসোর্স দফতরের প্রধানকে ৷ চিঠিতে লেখা রয়েছে, "সাম্প্রতিক সময়ে কোম্পানির নতুন নিয়মে স্থায়ী এবং সমতুল্য কর্মচারীদের মধ্যে বৈষম্যের স্পষ্ট নিদর্শন রয়েছে ৷ কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগের এই অভাব কর্মীদের মধ্যে অস্থিরতা এবং অসন্তোষের সৃষ্টি করেছে ৷ সেইসঙ্গে, টেকনিশিয়ানদের নোটিশের সময় এক মাসের পরিবর্তে তিন মাস এবং বিভিন্ন অনুমতির জন্য যারা শংসাপত্র দেন তাঁদের নোটিশের সময় 6 মাস করায় কর্মীদের মধ্যে 'বিভ্রান্তি এবং ক্ষোভ' তৈরি হয়েছে । এই সমস্যার দ্রুত সমাধান না করা হলে কর্মচারীরা কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে লেখা রয়েছে চিঠিতে ৷

এআইইএসএল-এর 5000 জনেরও বেশি কর্মচারী রয়েছে ৷ বেস এবং লাইন রক্ষণাবেক্ষণের পাশাপাশি ল্যান্ডিং গিয়ার এবং অন্যান্য় বিষয়গুলিরও দেখাশোনা করে এই সংস্থা ৷ 2022 সালে এয়ার ইন্ডিয়ার আর্থিক সমস্যার পর এআই অ্যাসেট হোল্ডিং লিমিটেডের অধীনে চলে যায় এই সংস্থা । রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহল (এমআরও) বিভাগের প্রধান দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এআইইএসএল ৷

উল্লেখ্য়, কিছুদিন আগেই বিমান কর্মীর অভাবে 50টি বিমান পরিষেবা বাতিল করে ভিস্তারা ৷ ঘটনাপ্রসঙ্গে ভিস্তারার এক মুখপাত্র জানান, গত কয়েক দিনে বহু বিমান পরিষেবা বাতিল করতে হয়েছে ৷ এর নেপথ্যে বিমান কর্মীর অভাব-সহ একাধিক কারণ আছে ৷ এই বিষয়ে একটি বিবৃতি জারি করে বিমান সংস্থা ভিস্তারা ৷ তারা জানায়, "আমরা সাময়িক বিমানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ আমাদের নেটওয়ার্কে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক রাখতেই এই সিদ্ধান্ত ৷" সেই ঘটনার জন্য যথেষ্ট সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details