পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত পেল বিশ্বের সর্বকনিষ্ঠ এথিক্যাল হ্যাকারকে, জানেন তার বয়স কত? - YOUNGEST CERTIFIED ETHICAL HACKER

20 মিনিটের মধ্যে ইসি কাউন্সিলের পরীক্ষা শেষ করেছে সে ৷ তারমধ্যেই 20টি প্রশ্নের উত্তর দিয়ে অসাধারণ দক্ষতার প্রমাণ দিল শুভঙ্ক সিংহাই।

YOUNGEST CERTIFIED ETHICAL HACKER
বিশ্বের সর্বকনিষ্ঠ এথিক্যাল হ্যাকার শুভঙ্ক সিংহাই (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 5:20 PM IST

ভোপাল, 17 জানুয়ারি: বিশ্বের সর্বকনিষ্ঠ এথিক্যাল হ্যাকারের বয়স 15 বছর 9 মাস এবং 9 দিন ৷ নাম শুভঙ্ক সিংহাই ৷ ভোপালের এই কিশোরের নাম উঠেছে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। 4 ঘণ্টার ইসি কাউন্সিলের পরীক্ষা শেষ করেছে মাত্র 20 মিনিটে ৷ তাতেই আমেদাবাদের পার্থ গুপ্তের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেল শুভঙ্ক ৷ প্রায় 10 বছর আগে রেকর্ড গড়েছিল পার্থ ৷

করোনাকালে লকডাউনের সময় শুভঙ্কের হ্যাকিং জগতে হাতেখড়ি ৷ হ্যাকিং ধারণার সঙ্গে পরিচিত হতে শুভঙ্ক গবেষণা শুরু করে। শীঘ্রই হ্যাকিংকে হাতের মুঠোয় বন্দি করে ফেলে বছর বছর দশের শুভঙ্ক ৷ ইটিভি ভারতকে শুভঙ্ক বলে, "আমার তখন ক্লাস 6 ৷ সেইসয়ম লকডাউন শুরু হয়েছিল। অনলাইন ক্লাস শুরু হয়। আমার বাবা-মা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছিলেন। এই সময়েই আমি হ্যাকিং সম্পর্কে আগ্রহী হই ৷ এথিক্যাল হ্যাকিংকে আয়ত্বে আনার অভ্যাস শুরু করি।"

শুভঙ্কের মতো এথিক্যাল হ্যাকারদের প্রায়ই সফ্টওয়্যার কোম্পানিগুলি তাদের সিস্টেম পরীক্ষা করতে এবং নিরাপত্তা উন্নত করার জন্য নিয়োগ করে ৷ সাইবার অপরাধীদের ছক ভেস্তে দেয় এই এথিক্যাল হ্যাকাররা। শুভঙ্ক ইতিমধ্যেই গুগল, স্পটিফাই এবং কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া (সিএসআই)-এর মতো বড় বড় কোম্পানিকে কয়েকটি ব্যাপারে সাহায্য করেছে ৷ বেশকিছু কোম্পানি তাদের সিস্টেমে দুর্বলতা খুঁজে বের করার জন্য এথিক্যাল হ্যাকারদের নিয়োগ করে ৷ বিনিময়ে পুরষ্কারও দেয়, এমনটাই জানায় শুভঙ্ক ৷

শুভঙ্কের সুখ্যাতি-

ভোপালের সেন্ট জোসেফ স্কুলের দশম শ্রেণির ছাত্র শুভঙ্ক। পড়াশুনোয় মেধাবী ৷ পড়াশওনার পাশাপাশি এথিক্যাল হ্যাকিংয়ে দক্ষতা অর্জন করে চলেছে। আমেদাবাদের ডেমিস্টো টেকনোলজি থেকে CIOC (সার্টিফায়েড ইনফরমেশন সিকিউরিটি এক্সপার্ট) সার্টিফিকেট, সাইবার সিকিউরিটিতে সার্টিফিকেট এবং OACP (অফিসার সিকিউরিটি সার্টিফাইড অপারেশনস প্রফেশনাল এথিক্যাল হ্যাকিং)-এ সার্টিফিকেট পেয়েছে ৷ পাশাপাশি, শুভঙ্ক ইতিমধ্যেই CIACH (সার্টিফায়েড ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকার) সেরা এবং EC কাউন্সিল অফ মেক্সিকো থেকে CEH সার্টিফিকেশন-সহ বেশ কিছু প্রশংসা অর্জন করেছে। ভারতের আইবিআর অ্যাচিভার বুক রেকর্ডসেও তার নাম রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details