হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যু নিয়ে তৃণমূলকে একহাত নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ সন্দেশখালিতে যেভাবে নারী নির্য়াতনের একের পর এক অভিযোগ সামনে আসছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও দায়ী করেছেন শিবরাজ চৌহান ৷ বিজেপি নেতার কথায়, "মা-বোনেদের শারীরিক শোষণ করা হচ্ছে। এটা ভাবতেই লজ্জা লাগে ৷ মমতাজি আপনি মহিলা, আপনার লজ্জা লাগে না ? মহিলা হয়ে মহিলাদের কষ্ট আপনি বুঝতে পারেন না !"
2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষিণ ভারত। তাই মধ্যপ্রদেশের ৪ বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে দক্ষিণের দায়িত্ব তুলে দিয়েছে বিজেপি। সেই সূত্র ধরেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদ এসেছেন। সেখানে ইটিভি ভরতের সঙ্গে কথাও বলেন তিনি। একাধিক প্রশ্নের খোলামেলা উত্তরও দিয়েছেন শিবরাজ। লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতে বিজেপির ফলাফল , কৃষকদের আন্দোলন এবং লোকসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা প্রশ্নে তিনি খোলাখুলি মত প্রকাশও করেছেন। মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের সন্দেশখালি ইস্যু নিয়েও।
এদিন সন্দেশখালিকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে শিবরাজ চৌহান বলেন, "এইসব লোকদের (শেখ শাহজাহান ও তার বাহিনী) এমন কঠোর শাস্তি পাওয়া উচিত যা গোটা দেশ, দুনিয়া দেখবে ৷ আর মমতাজি তাদের বাচানোর চেষ্টা করছেন ! কোন যুগে বাংলাকে নিয়ে যাচ্ছেন মমতাজি ? অন্য়ায় যারা করছে তাদের সংবেদনহীনের মতো রক্ষা করছেন। এটাই মমতার নীতি ? তবে মমতার এই জুলম বেশি দিন চলবে না ৷ বাংলার মানুষ এর জবাব দেবে মমতাকে ৷" একই সঙ্গে, খালিস্তানি ইস্যু নিয়ে বলতে গিয়ে এদিন শিবরাজ বলেন, "খালিস্তানি নিয়ে আদতে মোড় ঘোরানোর চেষ্টা করছে ৷ কেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন ? এটা কখনও ফলপ্রসূ হবে না ৷"