পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনও মমতা অবশিষ্ট নেই', একান্ত সাক্ষাৎকারে সন্দেশখালি নিয়ে বিস্ফোরক শিবরাজ - Mamata Banerjee

Shivraj Singh Chouhan attacks Mamata: সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ দলীয় কর্মসূচিতে হায়দরাবাদ এসে ইটিভি ভারতের সঙ্গে নানা বিষয় কথা বললেন মধ্যপ্রদেশের রাজনীতির 'মামাজি'।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 9:23 PM IST

Updated : Feb 22, 2024, 9:58 PM IST

সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন শিবরাজ

হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যু নিয়ে তৃণমূলকে একহাত নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ সন্দেশখালিতে যেভাবে নারী নির্য়াতনের একের পর এক অভিযোগ সামনে আসছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও দায়ী করেছেন শিবরাজ চৌহান ৷ বিজেপি নেতার কথায়, "মা-বোনেদের শারীরিক শোষণ করা হচ্ছে। এটা ভাবতেই লজ্জা লাগে ৷ মমতাজি আপনি মহিলা, আপনার লজ্জা লাগে না ? মহিলা হয়ে মহিলাদের কষ্ট আপনি বুঝতে পারেন না !"

2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষিণ ভারত। তাই মধ্যপ্রদেশের ৪ বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে দক্ষিণের দায়িত্ব তুলে দিয়েছে বিজেপি। সেই সূত্র ধরেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদ এসেছেন। সেখানে ইটিভি ভরতের সঙ্গে কথাও বলেন তিনি। একাধিক প্রশ্নের খোলামেলা উত্তরও দিয়েছেন শিবরাজ। লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতে বিজেপির ফলাফল , কৃষকদের আন্দোলন এবং লোকসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা প্রশ্নে তিনি খোলাখুলি মত প্রকাশও করেছেন। মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের সন্দেশখালি ইস্যু নিয়েও।

এদিন সন্দেশখালিকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে শিবরাজ চৌহান বলেন, "এইসব লোকদের (শেখ শাহজাহান ও তার বাহিনী) এমন কঠোর শাস্তি পাওয়া উচিত যা গোটা দেশ, দুনিয়া দেখবে ৷ আর মমতাজি তাদের বাচানোর চেষ্টা করছেন ! কোন যুগে বাংলাকে নিয়ে যাচ্ছেন মমতাজি ? অন্য়ায় যারা করছে তাদের সংবেদনহীনের মতো রক্ষা করছেন। এটাই মমতার নীতি ? তবে মমতার এই জুলম বেশি দিন চলবে না ৷ বাংলার মানুষ এর জবাব দেবে মমতাকে ৷" একই সঙ্গে, খালিস্তানি ইস্যু নিয়ে বলতে গিয়ে এদিন শিবরাজ বলেন, "খালিস্তানি নিয়ে আদতে মোড় ঘোরানোর চেষ্টা করছে ৷ কেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন ? এটা কখনও ফলপ্রসূ হবে না ৷"

বাংলায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মারা হয়েছে বলেও অভিযোগ করেছেন শিবরাজ। একই সঙ্গে টার্গেট করা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকেও। এই ইস্যুতে শিবরাজ সিং চৌহান বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনও মমতা অবশিষ্ট নেই। সন্দেশখালিতে গরিব মানুষদের জমি দখল করে নারী নির্যাতন করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী হয়েও নারীদের কষ্ট বোঝেন না। বিজেপির লোকজন যখন সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তখন তাঁদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আগামী লোকসভা নির্বাচনে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেবে।"

আরও পড়ুন

'সন্দেশখালির নির্যাতিতাদের প্রধানমন্ত্রীর মুখোমুখি বসানো হবে', দাবি সুকান্ত মজুমদারের

সন্দেশখালি থানার অবস্থান থেকে টেনে-হিঁচড়ে সরিয়ে গ্রেফতার করা হল সুকান্তকে

Last Updated : Feb 22, 2024, 9:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details